দুর্গাপুরে পুলিশের গাড়ি চালালো পেট্রোল পাম্প কর্মী, ফলাফল জখম ৩
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮ এপ্রিলঃ
দুর্গাপুর স্টিল টাউনশিপের দয়ানন্দ পেট্রোল পাম্পে বৃহস্পতিবার পুলিশের গাড়ির ধাক্কায় তিনজন বাইক আরোহী আহত হয়। জখম বাইক আরোহী’র নাম ধনঞ্জয় পাল। তাঁর বাড়ি জেমুয়া পরানগঞ্জে। অপর দু’জন রবিন সরকার ও মৌমিতা সরকার। তাদের বাড়ি আশীষনগর। রবিনবাবু গুরুতর জখম হওয়ায় তাকে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গিয়েছে, আজ দুর্গাপুর থানার একটি গাড়িতে দয়ানন্দ রোডের ওই পেট্রোল পাম্পে তেল ভরাতে নিয়ে যাওয়া হয়। তেল ভরা হয়ে গেলে গাড়িটি যখন পাম্প থেকে বার হচ্ছিল, সেই সময় ভরত বাগদি নামে ওই পাম্পের এক কর্মী চালকের থেকে গাড়িটি নিয়ে নিজে চালাতে যায় আর তখন বাইক ও স্কুটি নিয়ে তিনজন পাম্পে তেল ভরতে ঢুকছিল আর তখনই ঘটে এই দুর্ঘটনা। উল্লেখ্য অভিযুক্ত ওই কর্মীর গাড়ি চালানোর কোনো লাইসেন্স নেই।
এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। আহতদের তড়িঘড়ি উদ্ধার করে ডিএসপি মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এলাকাবাসী ঘাতক পুলিশ গাড়িটিকে আটকে তার চালককে উপযুক্ত শাস্তি’র দাবি করেন। বেশ কিছুক্ষণ চলে বিক্ষোভ। পুলিসের আশ্বাসে বিক্ষোভ উঠে যায়। পুলিশ দুর্ঘনাগ্রস্থ গাড়ি গুলি উদ্ধার করে নিয়ে যায়।