দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন দুর্গাপুরের এক পুলিশকর্মী
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৮মেঃ
মুদিখানার দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে গেলেন এক পুলিশকর্মী। দুর্গাপুরের সিটিসেন্টারের ১/৫ আলাউদ্দিন খান বীথীর বাসিন্দা তরুন দাস(৫৮) নামে ওই পুলিশকর্মীর নিখোঁজ হওয়ার পর কেটে গেছে প্রায় ৩৪ ঘন্টা কিন্তু এখনও সন্ধান মিলল না সাব-ইনস্পেক্টর তরুন দাসের।
আসানসোলের ওয়ারলেস বিভাগে কর্মরত ওই পুলিশকর্মীর মেয়ে জানান, গতকাল অর্থাৎ শুক্রবার সকাল ১০টা নাগাদ তরুনবাবু মুদিখানার দোকানে যাবেন বলে বাড়ি থেকে বের হন। তিনি তাঁর মোবাইল ফোনটি কিন্তু সঙ্গে নিয়ে যাননি বলে জানা গেছে। এরপর প্রায় ঘন্টা দুয়েক কেটে যাওয়ার পরেও যখন তরুনবাবু বাড়ি ফেরেননি তখন চিন্তিত পরিবার বিভিন্ন জায়গায় খোঁজ নিতে শুরু করেন। মিসিং ডায়েরিও করা হয় থানায়।
তরুনবাবুর নিখোঁজের নির্দিষ্ট কারন এখনও পর্যন্ত্য জানা না গেলেও তরুনবাবুর মেয়ে জানান ৫ তারিখ রাতে তরুন বাবুর ভাই যিনি রাজস্থানে থাকেন তাঁর কাছ থেকে একটি ফোন আসে তরুনবাবুর কাছে। তারপর থেকে কিছুটা চুপচাপ হয়ে যান ওই পুলিশকর্মী।
তবে ঠিক কি কারনে তরুন দাস নিখোঁজ হয়ে গেলেন তা জানতে সাথে নিখোঁজ পুলিশকর্মীর সন্ধান পেতে পুলিশ তদন্ত শুরু করেছে।