সরকারী সাহায্যে পানাগড়ে চালু হতে চলেছে বেসরকারী সার কারখানা, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫ফেব্রুয়ারীঃ
২০১৬ সাল থেকে গ্যাসের অভাবে বন্ধ হয়ে পড়েছিল দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে বেসরকারী সার কারখানা ম্যাটিক্স। প্রায় আট হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছিল এই কারখানায়। এবার এই অন্তরায় কাটাতে উদ্যোগী ভূমিকা নিল কেন্দ্রীয় সরকার। বিহারের ধোবি থেকে হলদিয়া পর্যন্ত গ্যাসের পাইপ লাইনের শুভ উদ্বোধন হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে। দুর্গাপুরের পানাগড় শিল্পতালুকে এই সার কারখানায় পাইপলাইনের মাধ্যম নিয়ে সি. এন. জি গ্যাস সববরাহ হবে, সাত তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়া থেকে এই প্রকল্পের উদ্বোধন করবেন। শুক্রবার পানাগড় শিল্পতালুকের এই বেসরকারী সার কারখানা ঘুরে দেখলেন কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, কথা বললেন আধিকারিকদের সাথে। এরপর দুর্গাপুরে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, শুধু দুর্গাপুর নয় বাংলার শিল্পায়নে নতুন দিশা দেখাবে এই প্রকল্প। শুধু কারখানা নয় এই প্রকল্পে এবার ঘরে ঘরে খুব কম খরচে গ্যাস পৌঁছে যাবে, এই প্রকল্প এক নতুন দিশা আনতে চলেছে বলেও এইদিন দাবী করেন মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এদিকে তৈরী হওয়ার পরও পানাগড় শিল্পতালুকের এই বেসরকারী সার কারখানা বন্ধ থাকার পর গ্যাস লাইন কারনে শুরু হবে উৎপাদন, হবে কর্মসংস্থান, খুশী এলাকার মানুষ।