বিয়েবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু দুর্গাপুরের বাসিন্দার, জখম ৪
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১ মেঃ
বুদবুদে সড়ক দুর্ঘটনায় মৃত ব্যক্তির দেহ পাঠানো হলো ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে। রবিবার ভোর রাত্রে বুদবুদ বাইপাসে দুর্ঘটনার কবলে পড়ে একটি যাত্রীবাহী বাস। আহতদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে। আহতদের মধ্যে একজনের মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম অসীম সূত্রধর। ৫০ বছরের মৃত অসীম সূত্রধর দুর্গাপুরে ইছাপুরের বাসিন্দা ছিলেন। এছাড়াও এক মহিলা সহ আরও তিন জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
আহতদের পরিবার সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় দুর্গাপুরের ইছাপুর থেকে বাসে করে হুগলির শ্রীরামপুরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যায় প্রায় ২০ জন যাত্রী।
সেখানে প্রীতিভোজের অনুষ্ঠান শেষ করে ভোররাত্রে ফেরার সময় বুদবুদ বাইপাসে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে একটি লরি ধাক্কা মারে।
গুরুতর আহত হয় ৫ জন তাদের দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে একজনের মৃত্যু হয়।
বাকি এক মহিলা সহ চারজন মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কুরুড়িয়া ডাঙ্গা এলাকায়।