মুচিপাড়ায় জাতীয় সড়কের উপর আচমকাই স্কুটিতে আগুন
আমার কথা, দুর্গাপুর, ১৭ মার্চঃ
মুচিপাড়ায় ১৯ নং জাতীয় সড়কে ওভার ব্রিজের উপর চলন্ত অবস্থায় একটি স্কুটিতে আগুন লেগে যাওয়ার ঘটনায় আটংক ছড়ালো। এদিন বেলা ১০টা ৩০ নাগাদ ঘটনাটি ঘটে। স্কুটির মালিক জানান তিনি কাজে যাচ্ছিলেন স্কুটি নিয়ে। ওভার ব্রিজের ওপর ওঠার পরেই তিনি স্কুটিতে একটা আওয়াজ শুনতে পান। তারপরেই খেয়াল করেন স্কুটিতে আগুন লেগে গেছে। প্রাথমিক অনুমান সম্ভবতঃ শর্টসার্কিট থেকে আগুন লেগে যায়।
প্রসঙ্গতঃ গত এক সপ্তাহে অন্ডাল থেকে বুদবুদ পর্যন্ত্য জাতীয় সড়কের উপর বেশ ডাম্পার সহ কয়েকটি গাড়িতে আগুন লেগে যায়। দিন কয়েক ধরে গরম পড়তে শুরু করেছে। সম্ভবতঃ এর থেকেই এরকম অগ্নিকান্ডের ঘটনা ঘটছে। এতে বেশ আতঙ্কিত হয়ে পড়ছেন যাত্রীরা।
(ধন্যবাদান্তঃ প্রশান্ত রায়)