বন্ধ জল সরবরাহ প্রতিবাদে রাস্তা অবরোধ বাসিন্দাদের

আমার কথা, অন্ডাল, ১৮ মার্চ:
দুদিন ধরে জল আসছে না কলে। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভের সামিল হল বাসিন্দাদের একাংশ। মঙ্গলবার খান্দরা গ্রামের ঘটনা। ট্যাঙ্কার সংস্কারের কারণে জল সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান পঞ্চায়েতের উপপ্রধান।
অন্যান্য জায়গার মতো অন্ডাল ব্লকের খান্দরা পঞ্চায়েত এলাকাতেও পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। গত দুদিন ধরে খান্দরা গ্রামের অধিকাংশ এলাকাতে জল আসছে না বলে অভিযোগ বাসিন্দাদের। বেশি সমস্যা দেখা দিয়েছে ধীবর পাড়া, বাধ্যকর পাড়া, লয়া পাড়া সহ গ্রামের নিচের এলাকা গুলোতে। দ্রুত সমস্যার সমাধানের দাবীতে মঙ্গলবার সকাল আটটা থেকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে বাসিন্দাদের একাংশ। অবরোধ করা হয় অন্ডাল উখড়া রোডের খান্দরা বটতলা মোড়ে। অবরোধের জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। অবরোধ তুলে নিতে অনুরোধ করলে পুলিশের সাথে বছর সাইজ লড়াই বিক্ষোভকারীরা। খান্দরা পঞ্চায়েতের উপপ্রধান আশিষ ভট্টাচার্য বলেন শীতলপুরে রয়েছে মূল ট্যাঙ্কার। ওই ট্যাঙ্কার থেকে ফলের মাধ্যমে গ্রামে জল আসে। ট্যাঙ্কার টির সংস্কারের কাজ চলছে। সেই কারণে গত দুদিন জল আসেনি কলে। শীঘ্রই জল সরবরাহ শুরু হবে বলে জানান তিনি।