BREAKING! রাজবাঁধে তেল সংস্থার পিছনের জঙ্গলে ভয়াবহ আগুন

আমার কথা, রাজবাঁধ, ১৪ ফেব্রুয়ারীঃ
কাঁকসার রাজবাঁধে রাষ্ট্রায়ত্ব তেল সংস্থার বটলিং প্লান্টের পিছনে জঙ্গলে ভয়াবহ আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য চড়ালো এলাকায়। শুক্রবার দুপুর ১টা নাগাদ স্থানীয়রা জঙ্গল থেকে ধোঁয়া বের হতে দেখতে পেয়ে দমকল বিভাগকে খবর দেয়। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। কিন্তু গ্রামের সরু রাস্তা দিয়ে প্রথমে ওই বটলিং প্লান্টের পিছনে ঢুকতে না পারায় প্লান্টের কর্মীরা পাইপে করে বাউন্ডারির বাইরে জল ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও পরে সেই আগুন ছড়াতে ছড়াতে রেল লাইনের কাছে ও রাজবাঁধ শিশু সদনের কাছে গিয়ে পৌঁছায়।তড়িঘড়ি দমকল বাহিনী গাড়ি ঘুরিয়ে রাজবাঁধ শিশু সদনের পিছনে গিয়ে আগুন নেভানোর কাজ চালায়। কিভাবে আগুন লাগে তা কেউ জানাতে পারে নি। তবে আগুন কোনো ভাবে বটলিং প্লান্টে লেগে গেলে বড়সড় দুর্ঘটনা ঘটে যেতো বলে দাবি সকলের।