ভ্রাতৃত্বের অনন্য নজির, দুর্গাপুরে ইসকনের প্যান্ডেলে ঈদের নামাজ
আমার কথা, দুর্গাপুর, ১৭ জুনঃ
অনেক আগে কবি লিখে গিয়ে ছিলেন, “মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান”- কিন্তু কালক্রমে আমরা বোধহয় তা ভুলতে বসেছি। যখন রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে ক্ষমতা নিয়ন্ত্রনের চেষ্টায় ব্যস্ত রাজনৈতিক নেতা নেত্রীরা, সেখানে এসবের উর্ধে উঠে ভাতৃত্বের নজির দেখা গেল দুর্গাপুরের বুকে। এর দিন কয়েক পরেই রয়েছে হিন্দুদের রথ উৎসব। প্রথা মেনে দুর্গাপুর ইস্পাত নগরীর আকবর রোডের মাঠে জগন্নাথ দেবের অস্থায়ী মাসির বাড়ি তৈরীর কাজ চলছে বাঁশ ও ত্রিপল দিয়ে, সেখানেই আজ সোমবার বকরি ঈদের উৎসব পালন করতে দেখা গেল মুসলিম সম্প্রদায়ের মানুষদের।
সোমবার মুসলিমদের ছিল ঈদের উৎসব। সারা দেশের সাথে শিল্পাঞ্চল দুর্গাপুরেও মুসলিম সপ্রদায়ের মানুষরা সকাল থেকেই মেতে উঠেছেন এই ঈদ পালনে। মসজিদ মসজিদে দেখা যায় নামাজ পড়তে। সেরকমই আকবর রোডের ইদগার কমিটির থেকে নামাজ পড়ার ব্যবস্থা করা হয় আকবর রোডের মাঠে।
এই ইদগার কমিটির পক্ষ থেকে হারুন রসিদ জানান, “আজকের ঈদের অনুষ্ঠান খুব ভাল মতো অনুষ্ঠিত হয়। ইসকন মন্দিরের পক্ষ থেকে ওনারা আমাদের এই অনুষ্ঠান পালনে খুব ভাল ব্যবস্থা করে দিয়েছিলেন। মাঠের মধ্যে ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন। সকালে হঠাৎই বৃষ্টি নামে, কিন্তু ওনারা আমাদের জন্য ছাউনির ব্যবস্থা করে দিয়েছিলেন বলে বৃষ্টিতে আমাদের কোনো অসুবিধা হয়নি। এর জন্য ইসকন কর্তৃপক্ষের কাছে আমরা কৃতজ্ঞ। সামনেই ওনাদের রথ উৎসব আসছে। এই উতসবে যদি ওনাদের কোনো সাহায্যের প্রয়োজন পরে তাহলে তাঁর জন্য আমরা সদা প্রস্তুত।