লাউদোহায় মধুচক্র চালানোর অভিযোগে আটক এক মহিলা
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৮জুলাইঃ
নিজের বারিতেই মধুচক্র চালানোর অভিযোগে এক মহিলাকে আটক করল পুলিশ। ঘটনাটি ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত পাটশ্যাওড়া গ্রামের দেবীপুর এলাকার। ধৃত ওই মহিলা স্বরস্বতী বাগদিকে হাতে নাতে ধরে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয় সুত্রে জানা গেছে, এলাকাবসীদের অভিযোগ ওই এলাকার বাসিন্দা স্বরস্বতী বাগদি দীর্ঘদিন ধরে সকাওলের নাকের ডগায় বাড়িতে মধুচক্রের আসর বসিয়ে রেখেছে। এলাকার অনেকেই ওই মহিলার বাড়িতে অতপরিচিত অনেক যুবক যুবতীকে যাওয়া আসা করতে দেখেছে। এতে পাড়ার পরিবেশ নষ্ট হচ্ছে বলে এলাকাবাসীদের অভিযোগ। এ বিষয়ে তাঁরা বহুবার ওই মহিলাকে সতর্ক করলেও তাতে কর্নপাত করেননি ওই মহিলা। এরপর তাঁরা বাধ্য হয়ে পুলিশকে জানায়। অভিযোগের ভিত্তিতে আজ মঙ্গলবার ভোরে ফরিদপুর থানার পুলিশ ওই মহিলার বাড়িতে হানা দিয়ে এক যুবক ও যুবতীকে আটক করে। সাথে আটক করে ওই অভিযুক্ত মহিলাকেও। পুলিশ সুত্রে জানা গেছে ধৃত যুবক পান্ডবেশ্বর থানার নবগ্রাম ও যুবতীর বাড়ি উখড়ায়। এলাকাবাসোরা অভিযুক্ত মহিলার কঠোর শাস্তির দাবি জানিয়েছে।