পরিত্যক্ত কয়লা খাদানের জলে ডুবে গেলেন এক মহিলা
আমার কথা, অন্ডাল, ২৫ মে:
পরিত্যক্ত খাদানের জলাশয়ে ডুবে নিখোঁজ হলো এক মহিলা। উদ্ধার কাজ চালাচ্ছে ডুবুরির দল। বিকেল পাঁচটা পর্যন্ত মহিলার খোঁজ মেলেনি বলে খবর। পরিত্যক্ত খাদানটি ভরাট করার দাবিতে সরব হয়েছে স্থানীয়রা।
শনিবার সকাল ১০ টা নাগাদ খনি সংস্থা ইসিএল এর কেন্দ্রা এরিয়ার বহুলা সি এল জামবাদ কোলিয়ারির পরিত্যক্ত খাদানের জলাশয়ে ডুবে নিখোঁজ হন উমা বাদ্যকর (২৫) নামে এক মহিলা। ওই মহিলা বহুলা গ্রামের বাদ্যকর পাড়ার বাসিন্দা বলে জানা যায়। স্থানীয় এক যুবক মহিলাকে জলে ডুবে যেতে দেখলে এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে। পরিত্যক্ত জলাশয়ের সামনে ভিড় জমান নিখোঁজ মহিলার বাড়ির লোকজন ও স্থানীয়রা। স্থানীয়দের বেশ কয়েকজন জলে নেমে মহিলার খোঁজ শুরু করেন। খবর পেয়ে ঘটনা স্থলে আসে অন্ডাল থানার পুলিশ। আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল। স্পিড বোটে চরে উদ্ধার কাজে নামে সেই দলের ডুবুরিরা। নিখোঁজ মহিলার স্বামী বাপ্পা বাদ্যকর জানান সকাল সাড়ে আটটা নাগাদ ঘর থেকে বের হয়ে কাজে যায়। এলাকার একজন ফোন করে স্ত্রীর জলে ডুবে যাওয়ার খবর জানায়। জলাশয়ের পাড়ে স্ত্রীর চটি পড়ে রয়েছে। একজন যুবক তাকে ডুবে যেতে দেখেছে বলে জানান বাপ্পা বাবু। স্থানীয় পঞ্চায়েত সদস্য সুকুমার বাদ্যকর বলেন খাদানের পরিত্যক্ত জলাশয়টি আমরা ইসিএল কর্তৃপক্ষকে বহুবার ভরাট করার দাবি জানিয়েছি। কিন্তু কর্তৃপক্ষ কর্ণপাত করেনি। দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষই দায়ী বলে দাবি করেন তিনি। বিকেল পাঁচটায় শেষ খবর পাওয়া পর্যন্ত জানা যায় ওই মহিলার এখনো সন্ধান মেলেনি। উদ্ধার কাজ চলছে।