দুর্গাপুরে কারখানার মধ্যে শরীরে রড বিঁধে শ্রমিকের মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২২নভেম্বরঃ
কারখানার মধ্যেই দুর্ঘটনায় মৃত্যু হল এক ঠিকা শ্রমিকের। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের সগড়ভাঙ্গায়। ক্ষতিপূরণের দাবিতে কারখানায় বিক্ষোভ দেখান ওই কারখানার অন্যান্য ঠিকা শ্রমিকরা।
দেবীপ্রসন্ন নন্দী(৪৫) নামে ওই ঠিকা শ্রমিক রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকে হেডকোয়ার্টারে বসবাস করতেন। ওই বেসরকারী কারখানার রড কাটিং বিভাগে কাজ করতেন। শনিবার নাইটি ডিউটে যোগ দিয়েছিলেন ওই ব্যাক্তি। এরপর আজ ভোর ৪টে ৩০ নাগাদ কাজ যখন প্রায় শেষের মুখে সেই সময় আচমকা একটি লোহার রড ছিটকে এসে ওই শ্রমিকের শরীরে বিঁধে যায়। রডটি তার পিঠ দিয়ে ঢুকে বুক দিয়ে বেরিয়ে যায়। গুরুতর অবস্থায় তাঁকে বিধাননগরে ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক পরীক্ষা করে ওই শ্রমিককে মৃত বলে জানান। এরপরেই একটি বেসরকারী কারখানায় শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। তাদের অভিযোগ ওই কারখানায় ক্রমশই বাড়ছে দুর্ঘটনা, কিন্তু কর্তৃপক্ষের সে ব্যাপারে কোনো হেলদোল নেই। তাঁরা মৃত ওই শ্রমিকের পরিবারকে ক্ষতিপুরণ দেওয়ার দাবিতে বিক্ষোভ দেখান কারখানায়। যদিও এ ব্যাপারে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।