দুর্গাপুরে বেসরকারী কারখানায় বিস্ফোরণে মৃত্যু শ্রমিকের, উত্তেজনা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২০এপ্রিলঃ
বেসরকারী কারখাবায় ভাঁটি বিস্ফোরনে মৃত্যু হল এক শ্রমিকের। মৃতের নাম ধর্মেন্দ্র দাস(২৮)। ওই ব্যাক্তি তামলা এলাকার বাসিন্দা ছিলেন। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের রাতুরিয়া অঙ্গদপুর শিল্পতালুকে। ওই একই দুর্ঘটনায় গুরুতর জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আরো ৩ জন শ্রমিক। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় কারখানার শ্রমিকদের মধ্যে।
কারখানা ও পুলিশ সুত্রে জানা গিয়েছে ওই বেসরকারী কারখানায় আজ মঙ্গলবার ভোরে যখন কাজ চলছিল সেই সময় আচমকাই ভাঁটিতে বিস্ফোরন ঘটে। বিস্ফোরনের তীব্রতা এতটাই ছিল যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ধর্মেন্দ্রর। সাথে ধর্মেন্দ্রর সাথে সেই সময় কর্মরত আরো ৩ জন শ্রমিক গুরুতর জখম হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এদিকে, দুর্ঘটনার পরেই কারখানার অন্যান্য শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে তাদের নিরাপত্তা নিয়ে। পাশাপাশি মৃতদেহ আটকে রেখে তারা ক্ষতিপূরণেরও দাবি জানাতে থাকে। খবর পেয়েই কারখানায় পৌঁছোয় কোকওভেন থানার পুলিশ। কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে পুলিশ আলোচনা করে ক্ষতিপূরণের মধ্যস্থতা করলে বিক্ষোভ উঠে যায়। এরপর পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়