দুর্গাপুর ইস্পাত কারখানায় ক্যান্টিনে খাবার খেতে গিয়ে শ্রমিকের মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৩১আগস্টঃ
ডিউটিতে গিয়ে কারখানার ভেতরে ক্যান্টিনে খাবার খাওয়ার সময় গলায় শ্বাসনালীতে খাবারের টুকরো আটকে মৃত্যু হল এক ঠিকাকর্মীর। মৃতের নাম সাবির আলি(৫২)। মৃত ওই ঠিকাকর্মী দুর্গাপুরের সি এম আর আই কলোনী ক্যাম্পাসের বাসিন্দা ছিলেন।
জানা গেছে, আজ সকালে দুর্গাপুর ইস্পাত কারখানাত ভেতর একটি ক্যান্টিনে খাবার খেতে যান সাবির আলি। খাবার খাওয়ার সময় আচমকাই গলায় খাবার আটকে জ্ঞান হারান তিনি। এরপর তাঁকে তড়িঘড়ি প্ল্যান্ট মেডিক্যালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পরেও তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান।
প্রসঙ্গতঃ একটি বেসরকারী ঠিকা সংস্থায় কর্মরত ছিলেন। সেই সংস্থাটি দুর্গাপুর ইস্পাত কারখানার হুইল এন্ড অ্যাক্সেল প্ল্যান্ট, সেকশন মিল ও মার্চেন্ট মিল বিভাগে ঠিকাকর্মীদের দিয়ে কাজ করায়। সাবির আলি আজ সোমবার ওই ঠিকা সংস্থার হয়ে হুইল এন্ড অ্যাক্সেল বিভাগে কাজ করছিলেন।