দুর্গাপুরে ন্যাপথলিন কারখানায় আগুনে ঝলসে গেলেন এক শ্রমিক
আমার কথা, দুর্গাপুর, ১১ ডিসেম্বরঃ
একতি ন্যাপথলিন তৈরির কারখানায় আগুনে ঝলসে গেলেন এক শ্রমিক। ঘটনাটি ঘতেছে দুর্গাপুরের আরআইপি প্লটে। দমকলের ইঞ্জিন এনে আগুন নেভানো হয়। ঘটনাকে ঘিরে ব্যাপক আতঙ্ক ছরায় শ্রমিকমহলে।
দুর্গাপুরের মুচিপাড়া আইআইটি সংলগ্ন আরআইপি প্লটে বুধবার বিকেলে ন্যাপথলিন তৈরির কারখানায় আচমকাই আগুন লাগে। সেই আগুনে ঝলসে যান কারখানারই শ্রমিক অমর দাস। অমরবাবু দুর্গাপুরের প্রতাপপুরের বাসিন্দা। স্থানীয়দের প্রাথমিক অনুমান কারখানার ভাটি ফেটে আগুন লেগে যায়।
এলাকার বাসিন্দা লিতন খান বলেন, “আমরা জোর আওয়াজ পাই। যেন কিছু ফেটেছে। সেই আওয়াজ পেয়েই ছুটে এসে দেখি কারখানায় আগুন লেগে গেছে। আগুন ততক্ষনে পুরো কারখানায় ছরিয়ে পরেছে। ধোঁয়ায় ঢেকে গেছে চারিদিক।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। অমরবাবুকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।