বুদবুদে নাবালিকা ধর্ষণে গ্রেফতার যুবক, টাকার বিনিময়ে মধ্যস্থতার চেষ্টা
আমার কথা, পূর্ব বর্ধমান(বুদবুদ), ২৭নভেম্বরঃ
এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হল মনোহর ঘোষ(২৪) নামে এক যুবক। তাঁকে আদালতে পেশ করা হয়েছে। তবে এই ঘটনাটি চাপা দেওয়ার জন্য নাবালিকার পরিবারকে টাকা দিয়ে মধ্যস্থতা করার অভিযোগ উঠছে অভিযুক্ত যুবকের পরিবারের তরফে।
জানা গিয়েছে বুদবুদের বাসিন্দা ওই নাবালিকা বৃহস্পতিবার সন্ধ্যায় পাড়ার একটি দোকানে যায় কিছু জিনিসপত্র কিনতে। বারি ফেরার পথে অভিযুক্ত যুবক বছর তেরোর ওই নাবালিকাকে রাস্তার পাশে একটি ঝোপে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। এরপর ওই নাবালিকা বাড়ি ফিরে তার মাকে বিষয়টি জানালে নাবালিকার মা প্রতিবেশী ওই যুবকের বাড়ি যায় বিষয়টি নিয়ে কথা বলতে। নাবালিকার মায়ের অভিযোগ মনোহরের পরিবারের তরফে তাদের ছয় লক্ষ টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অনুরোধ করে।
এদিকে বিষয়টি জানার পরেই স্থানীয় এক বিজেপি নেতা ওই নাবালিকাকে নিয়ে মানকর হাসপাতালে ভর্তি করে। কিন্তু নাবালিকার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নাবালিকার পরিবারে তরফে বুদবুদ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়।