দুর্গাপুরে পেট্রোলপাম্পে সিলিন্ডার ফেটে যুবকের মৃত্যু
আমার কথা, পশ্চিম বর্ধমান(লাউদোহা), ২৫মার্চঃ
পেট্রোলপাম্পে গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ নাগাদ দুর্ঘটনাটি ঘটে ফরিদপুর(লাউদোহা) থানার অন্তর্গত মাধাইগঞ্জ মোড়ে একটি পেট্রোল পাম্প-এ। মৃত যুবকের নাম শেখ আমিনুল (২৪) ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন সকালে পেট্রোলপাম্পে হঠাৎই বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণে মারাত্মক জখম হন শেখ আমিনুল নামে এক যুবক। তাড়াতাড়ি আহত যুবকে দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
পাম্পের এক কর্মী জানান পাম্পে গ্যাস এডজাস্টিং সিলিন্ডারের পরীক্ষার কাজ চলছিল। তাতেই বিস্ফোরণ ঘটে । ঘটনার তদন্ত শুরু করেছে।