নিজের রক্ত দিয়ে মুখ্যমন্ত্রীর ছবি আঁকলেন দুর্গাপুরের যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ২৮জুনঃ
বছর ২১ বয়সী সুরজিৎ রায় দুর্গাপুর আমরাই গ্রামের বাসিন্দা। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করার পর এখন তিনি ছবি আঁকা শেখান এলাকার ক্ষুদেদের। নিজে একজন চিত্রশিল্পী হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ছবি এঁকে তাঁকে উপহার দেওয়ার ইচ্ছে ছিল সুরজিতের। ছোটবেলা থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজ তাকে আকৃষ্ট করে তাঁকে বারবারে। বুধবার মুখ্যমন্ত্রী দুর্গাপুর সফর আসতেই মুখ্যমন্ত্রীর হাতে ছবি তুলে দেবেন তিনি। দুর্গাপুরের প্রশাসনিক বৈঠকের আগেই তিনি মুখ্যমন্ত্রী্র ওই ছবি হাতে তুলে দিতে চাইছেন। এই ছবি আঁকার জন্য বাড়ি থেকে কোনো বকাবকি তাঁকে করা হয়নি বলে তিনি জানিয়েছেম। বরং তাকে উৎসাহ জুগিয়েছে তার পরিবারের লোকজন। ওই যুবক জানিয়েছে। কিছুদিন আগে তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। সেখানে চিকিৎসা চলাকালীন তাঁর রক্ত পরীক্ষা করতে শরীর থেকে স্বাস্থ্য কর্মীরা রক্ত সংগ্রহ করেন। ওই সংগ্রহ করা রক্ত থেকে ওই যুবক কিছুটা রক্ত ছবি আঁকার জন্য রেখেছিলেন। ওই রক্ত দিয়ে তিনি মুখ্যমন্ত্রীর ছবি আঁকেন।