প্রধানমন্ত্রীকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় অশ্লীল পোস্ট করার অভিযোগে কাঁকসায় গ্রেপ্তার যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১আগস্টঃ
সোশ্যাল মিডিয়ায় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে অশ্লীল পোস্ট করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। তাঁকে আজ আদালতে পেশ করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, কাঁকসার হাজরাপাড়ার বাসিন্দা সেখ কালু পেশায় একজন গ্যারেজ মিস্ত্রি। অভিযোগ উঠছে সোশ্যাল মিডিয়ায় সে প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু অশ্লীল পোস্ট করে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ শুক্রবার রাতে সেখ কালুকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত সেখ কালুর বক্তব্য সে না বুঝেই এই কাজ করে ফেলেছে। যদি জানত যে এই অবস্থা হবে তাহলে সে এই কাজ করত না। ভুল করে সে এই পোস্ট করে ফেলেছে। আজ সকালে সেখ কালুকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয়।
আত্মপক্ষ সমর্থনে সেখ কালু যতই সাফাই দিক না কেন, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে এ হেন অশ্লীল পোস্ট করাকে শিক্ষিত সমাজের কেউই সমর্থন করছে না।