লকডাউনে কর্মহীন হয়ে হতাশায় পান্ডবেশ্বরে বাবা মা স্ত্রীকে রেখে নিখোঁজ যুবক

আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ৫নভেম্বরঃ
মানসিক অবসাদে নিখোঁজ যুবক আর ওই যুবককে ফিরে পেতে পুলিশের শরণাপন্ন হল পরিবার। থানায় করা হয়েছে নিখোঁজ ডায়েরি। ছেলের সন্ধান না পাওয়ায় চিন্তায় রয়েছে গোটা পরিবার। ঘটনাটি পাণ্ডবেশ্বর থানার খোট্টাডিহি গ্রামের রানা পাড়ার। নিখোঁজ যুবকের নাম নিরঞ্জন পাত্র (৩০)।
নিখোঁজ যুবকের পরিবার সূত্রে জানা গেছে , নিরঞ্জন কলেজ পর্যন্ত পড়াশোনা করেছে। পরিবারের রয়েছে বাবা-মা ও তার স্ত্রী। নিরঞ্জন কিছুদিন আগে পর্যন্ত জামুড়িয়ায় একটি বেসরকারী সংস্থায় কাজ করতেন। লকডাউন এর কারণে দীর্ঘদিন বন্ধ ছিল সেই কাজ। নিরঞ্জনের বাবা পেশায় একজন কৃষক। চাষাবাদের সামান্য টাকাতে কোন রকমে চলে সংসার। তবে নিরঞ্জনের ইসিএলের চাকরির জন্য জমির কোটা ছিল, কিন্তু সেই জমি সংক্রান্ত কাগজপত্রে ত্রুটি থাকায় দীর্ঘ দিন ধরে সেই কাজ আটকে রয়েছে। বহু চেষ্টা করেও কাগজপত্রের ত্রুটির সংশোধন হয়নি। তাই বেশ কিছুদিন ধরেই মানসিক অবসাদে ভুগছিলেন নিরঞ্জন, বলে জানান তাঁর বাবা দুঃখ হরণ পাত্র। চলতি মাসের ২ তারিখ বাড়ি থেকে বেরিয়ে আর নিরঞ্জন বাড়ি ফেরেনি। বহু জায়গায় খোঁজাখুঁজির পরও মেলেনি তাঁর কোন সন্ধান। পরদিন ৩ তারিখ পাণ্ডবেশ্বর থানায় ছেলের নিখোঁজের ঘটনা নথিভুক্ত করেন দুঃখহরন বাবু। কিন্তু এখনো তার কোনো খোঁজ মেলেনি বলে পুলিশ সূত্রে খবর। স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বেড়েছে পরিবারের। নিরঞ্জন বাবুর স্ত্রী জানান লকডাউন এর কারণে বেসরকারি সংস্থায় কাজ বন্ধ ছিল। এদিকে বহু চেষ্টার পরেও কাগজপত্র ত্রুটির কারণে ইসিএলের কাজ ও আটকে রয়েছে। সেই কারণে স্বামী বেশ কিছুদিন ধরে অবসাদে ভুগছিলেন। কিন্তু সেই কারণে তিনি যে ঘর ছেড়ে নিখোঁজ হয়ে যাবেন তা ভাবতেও পারেননি নিরঞ্জনের স্ত্রী। পাড়ায় নিরঞ্জন ভালো ছেলে হিসাবেই পরিচিত। তাই নিরঞ্জনের নিখোঁজ ঘিরে দুশ্চিন্তায় রয়েছে প্রতিবেশীরাও। নিরঞ্জনের খোঁজে তল্লাশি চলছে বলে পাণ্ডবেশ্বর থানার পুলিশ জানিয়েছে। ঘরের ছেলে ঘরে ফিরে আসুক এখন এই প্রার্থনাতেই দিন কাটছে নিখোঁজের পরিবারের।