সাইবার ক্রাইমের অপরাধে দুর্গাপুর থেকে গ্রেফতার যুবক
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর) ৫মার্চঃ
সাইবার ক্রাইমের দায়ে দুর্গাপুরে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো শিলিগুড়ি পুলিশ কমিশ্নারেটের সাইবার অপরাধ দমন শাখা। সন্দীপ বিশ্বাস নামে ধৃত ওই যুবক নিউটাউনশিপ থানার অন্তর্গত সূর্য্য সেন কলোনির বাসিন্দা।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের সাইবার অপরাধ দমন শাখার তদন্তকারী আধিকারিক অভিজিৎ বিশ্বাস জানান, শিলিগুরির বাসিন্দা এক ব্যাক্তির ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় ৭৫ হাজার টাকা গায়েব হয়ে যায়। সেই ব্যাক্তি বিষয়টি লিখিত আকারে জানান শিলিগুরির সাইবার অপরাধ দমন শাখায়। তদন্তে নেমে তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন যে, সেই টাকার একটি অংশ দুর্গাপুরের সন্দীপ বিশ্বাসের অ্যাকাউন্টে জমা পড়েছে। সেই সুত্র ধরে তদন্ত এগোতে থাকে। তাঁরা যোগাযোগ করেন নিউটাউনশিপ থানার পুলিশের সাথে। পুলিস আধিকারিক অভিজিৎ বিশ্বাসের নেতৃত্বে একটি দল আসে দুর্গাপুরে। নিউটাউনশিপ থানার পুলিশের সহযোগিতা অবশেষে অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতার করে শিলিগুড়ি সাইবার অপরাধ দমন শাখার পুলিশ।
পুলিশ আধিকারিক অভিজিত বিশ্বাস জানান যে কুলটি সহ আরও বিভিন্ন জায়গায় তল্লাশী চালানো হচ্ছে, এই চক্রে আরও ব্যাক্তি জড়িয়ে আছে, দুর্গাপুরের আসেপাশে গ্রামাঞ্চলে এই চক্রের আরও কেউ জড়িয়ে থাকার সম্ভাবনা।