নব জোয়ারে যুবরাজ এবার দুর্গাপুরে, দিল্লিতে ১০ লক্ষ মানুষ নিয়ে যাওয়ার কড়া বার্তা
আমার কথা, দুর্গাপুর, ১৭ মেঃ
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা হল সমাজের মেরুদন্ড। যদিও এখনও পঞ্চায়েত নির্বাচনের ডঙ্কা বাজেনি, দিনক্ষণ ঘোষণাও হয়নি। কিন্তু পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে এই সমাজের মেরুদন্ডকে শক্ত করতে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নতুন কর্মসূচী নেওয়া হয় “নব জোয়ার”। ৬০ দিনের এই কর্মসূচীর মধ্যে ইতিমধ্যেই ২২দিন অতিবাহিত। কিন্তু এরই মধ্যে এই নব জোয়ার জন জোয়ারে পরিণত হয়েছে বলে দাবি করলেন তৃণমূল কংগ্রসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যার। এই নব জোয়ার ২৪ এপ্রিল শুরু হয় যার দায়িত্বভার বহন করছেন অভিষেক।
আসন্ন পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী ঠিক করতে দলের সর্বস্তরের বুথ সভাপতি সহ দলীয় নেতৃত্বের একাংশের গোপন ব্যালটে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। এই নব জোয়ার কর্মসূচী নিয়ে রাজ্য সফরে বেরিয়ে অভিষেক বন্দোপাধ্যায় মঙ্গলবার এসে পৌঁছোন পশ্চিম বর্ধমান জেলায়। দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে আয়োজিত নব জোয়ার কর্মসূচীর অধিবেশনের আয়োজন করা হয়। এদিন রাতে এই অধিবেশনে যোগ দেন যুবরাজ। এই অধিবেশনে উপস্থিত কয়েক হাজার তৃণমূল কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বেশ তৎপর ভুমিকা নিতে দেখা যায় দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে। এদিন এই তরুণ তুর্কি নেতা স্পষ্ট ভাষায় জানিয়ে দেন,কেউ যেন পঞ্চায়েত নির্বাচনে জিতে মনে না করেন আগামী পাঁচ বছর এটা একটা করে খাওয়ার জায়গা। প্রতি তিনমাস অন্তর তিনি নিজে পঞ্চায়েতের কাজকর্ম খতিয়ে দেখবেন বলে জানা। তিনি বলেন মানুষের জন্য কাজ করতে, না পারলে পাঁচ মিনিট সময় নেবনা তাঁকে সরিয়ে দিতে। মনে রাখতে, যে এ দলে নেতারা নন,বুথ স্তরের কর্মীরাই সম্পদ। সাংসদ বলেন, সভা হচ্ছে নবজোয়ার কর্মসূচি শুরুর ২২ তম দিনে। গত ২২ টা রাত তিনি তাঁবুতে থেকেই কাটিয়েছেন।আগামী আরো ৪০দিন একইরকম ভাবে বুথস্তরের কর্মীদের ভোটদান কর্মসূচীতে তিনি উপস্থিত থাকবেন বলে জানান। রাজ্যের বকেয়া একশো দিন প্রকল্পের টাকা আদায় করতে এ রাজ্যের দশ লক্ষ মানুষ নিয়ে দিল্লী যাবেন বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন অভিষেক।