আসানসোলে বলিউড তারকার প্রচারে একসাথে হলেও ‘খামোশ’ থাকলেন অভিষেক-কল্যাণ
আমার কথা, পশ্চিম বর্ধমান(আসানসোল), ৯ এপ্রিলঃ
তৃণমূলের দুই হেভিওয়েট নেতা কল্যাণ বন্দোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়ের সম্পর্কে যে টানাপোড়েন চলছে য়াজ্য রাজনীতিতে তা কারুর অজানা নেই। আর এই টানাপোড়েন শুরু হয়েছে চলতি বছরের জানুয়ারী মাস থেকে। এহেন পরিস্থিতিতে আসানসোলের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী বলিউড তারকা শত্রুঘ্ন সিনহার প্রচারে একই গাড়িতে দেখা গেল দুজনকে। তবে অবস্যই পাশাপাশি নয়। আগে পিছে দাঁড়িয়ে প্রচারে অংশ নিতে দেখা যায় তৃণমূলের এই দুই সাংসদকে।
শনিবার বিকেলে আসানসোল লোকসভা উপনির্বাচনের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রোড শো করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসানসোল ঊষাগ্রাম থেকে জিটি রোড ও বাজার অঞ্চল হয়ে আসানসোল গির্জা মোড়ে এসে শেষ হয় এই রোড শো। প্রায় সাড়ে তিন কিলোমিটার দু’জনে একই গাড়িতে বলিউড তারকার হয়ে প্রচার করলেও কথা হল না অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মধ্যে। উপনির্বাচন ঘোষিত হওয়ার পর আসানসোলের ভোটের দায়িত্ব দেওয়া হল কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ৷ ২০০১ সালে আসানসোল দক্ষিণ কেন্দ্র থেকে বিধায়ক হওয়ায় কল্যাণনের হাতেই শত্রুঘ্ন সিনহাকে জেতানোর দায়িত্ব তুলে দেন তৃণমূল নেত্রী । নেত্রীর নির্দেশ মতো শনিবারের রোড শোয়ে অংশ নেন তিনি।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রার্থী শত্রুঘ্ন সিনহা ও তাঁর স্ত্রী পুনম সিনহা, রাজ্যের মন্ত্রী মলয় ঘটক প্রমুখ।