শিল্পাঞ্চলে কয়লা চোর নিয়ে সোচ্চার অভিষেক, গঙ্গাজলে রাস্তা ধুলো বিজেপি
আমার কথা, দুর্গাপুর, ১৮ মে:
আজ ডি এম সি মোড়ের কাছে বিজেপির পক্ষ থেকে টিএমসির রাজ্য সভাপতি অভিষেক ব্যানার্জিকে কটাক্ষ করে চোর হটাও দুর্গাপুর বাঁচাও বলে রাস্তায় গোবর গঙ্গাজল আর ঝাঁটা দিয়ে পরিস্কার করে রাস্তা পবিত্র করার কর্মসুচী নিয়েছিল বিজেপি। অভিষেক যে রাস্তা দিয়ে চিত্রালয় মেলা ময়দানে গিয়েছিলেন সেই রাস্তা গঙ্গাজল আর গোবর দিয়ে বিজেপি সংগঠনের পক্ষ থেকে আজকে শুদ্ধিকরণ করা হলো। এই কর্মসুচীতে ছিলেন বিধায়ক লক্ষণ ঘোড়ুই, জেলা সভাপতি অভিজিৎ দত্ত, ভোলা শাহ সহ বিজেপির শাখা সংগঠনগুলির সদস্যরা। দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই বলেন দুর্গাপুর শান্ত এলাকা আর বাংলার বড় কয়লা চোর দুর্গাপুরে এসে বড় বড় কথা বলছেন। বিধায়ক বলেন দুর্গাপুরকে অপবিত্র করেছে পিসির ভাইপো তাই বিজেপির পক্ষ থেকে গোবর জল দিয়ে ঝাঁটা দিয়ে পরিস্কার করে গঙ্গা জল দিয়ে পরিস্কার করা হল। বিজেপির আচমকা এই কর্মসুচী নিয়ে শিল্পাঞ্চলে জোর জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে লাউদোহার মঞ্চ থেকে তৃণমুলের সেকেন্ড চিফ ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় খুবই কড়া ভাষায় বিজেপির সমালোচনা করেন। অভিষেক বলেন বড় চোররা যায় বিজেপিতে। এরপরেই তিনি প্রাক্তন বিধায়ক জীতেন্দ্র তেওয়ারির নাম না করে করে বলেন সবচেয়ে বড় কয়লা চোরটা বিজেপিতে গিয়ে প্রার্থী হয়েছিল। বিজেপি হেরে যাওয়ার পরে তৃণমুলে ফেরার জন্য বহু নেতাকে ধরেছিলেন কিন্তু বেইমানদের স্থান নেই তৃণমুলে। এদিকে কয়লা মন্ত্রীর সাথে কুখ্যাত কয়লা মাফিয়া জয়দেব খাঁর ছবি ভাইরাল হতেই শিল্পাঞ্চলে জোর চর্চা শুরু হয়েছিল। সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন বিজেপির সাথে কয়লা মাফিয়াদের যোগ আছে। এরপরেই বাম আমলে বেশ কয়েকজন অতি প্রভাবশালীর দৌলতে কয়লা কারবারে বেতাজ বাদশা বনে যাওয়া রাজু ঝার প্রসঙ্গ তুলে বলেন বিধানসভা নির্বাচনে কয়লা মাফিয়া রাজু ঝা বিজেপিতে কেন গিয়েছিল। কার্যত কয়লা মাফিয়াদের সাথে বিজেপির সম্পর্ক নিয়ে খনি অঞ্চলে বিজেপিকে জোর ধাক্কা দিয়েছেন অভিষেক। এরপরেই বিজেপি আজ সকালে নগর নিগম মোড়ে গঙ্গাজল দিয়ে শুদ্ধ করার কর্মসুচি নেয়। ১৬ এবং ১৭ মে দুর্গাপুর এবং খনি অঞ্চলে অভিষেকের নবজোয়ার কর্মসুচী মানুষের মনে আগ্রহ সৃষ্টি করে। পঞ্চায়েত ভোটের আগে অভিষেকের জনসংযোগের এই মাষ্টার স্ট্রোকে বিজেপি বেশ কিছুটা বেকায়দায় বলেই মত ওয়াকিবহাল মহলের। বিজেপির শক্তি বাম ভোটার কিন্তু শিল্পাঞ্চলে সিপিএম আর জমি ছাড়তে রাজি নয় বিজেপিকে, তারা নিজেরাই পথে নেমেছে এটাই বিজেপির মধ্যে অনিশ্চয়তা এনেছে বাম ভোট রামে না থাকলে দুর্গাপুরের সংগঠনের কি হবে? আর এই কারনেই মিডিয়ায় ভেসে থাকার জন্যই পথে বিজেপি বলে মত ওয়াকিবহাল মহলের। কার্যত বিজেপির আশঙ্কা সিপিএম পথে নামায় জোর ধাক্কা লাগতে পারে ভোটের ফলাফলে। তাই এই মুহূর্তে বিজেপির শুধু ভরসা হিন্দিবাসীরা। আর এই অবস্থায় বিজেপির আজকের কর্মসুচী বলেই মত রাজনৈতিক মহলের। ফোনে তৃণমুল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার কর্মসুচী ঘুম উড়িয়ে দিয়েছে বিজেপির, তাই ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে মিডিয়ায় ভেসে থাকতে পাগলামো করছে। কয়লামন্ত্রীর সাথে কয়লা মাফিয়ার ছবি আর তার পাশেই বিজেপি বিধায়কের ছবি কি প্রমান করে সেটা নিয়ে ভাবুক বিজেপি।