পান্ডবেশ্বরে উদ্ধার প্রায় ৪১ কেজি গাঁজা
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ১৪ মেঃ
পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ এলাকা থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ গাঁজা। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। ধৃতদের হেফাজতে নিতে আদালতে আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশি অভিযানে পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধ এলাকায় একটি ইসিএল আবাসন থেকে উদ্ধার হলো প্রচুর পরিমাণ গাঁজা। গতকাল রাত্রি সাড়ে সাতটা নাগাদ ওই আবাসনে তল্লাশি চালায় পাণ্ডবেশ্বর থানার পুলিশ। উদ্ধার হয় ৪০ কেজি ৯০০ গ্রাম গাঁজা। গাঁজা রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় কমল সরকার ও বাপি রুইদাস নামে দু’জনকে। সম্প্রতিককালে বিচ্ছিন্নভাবে খনি এলাকায় এর আগেও গাঁজা উদ্ধার হয়েছে। তবে এত বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার সম্প্রতিককালে প্রথম বলে ওয়াকিবহাল মহলের ধারণা। ধৃতদের শনিবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পাণ্ডবেশ্বর থানার এক আধিকারিক জানান।