ডিএসপির পর এবার এএসপি, ঝলসে গেলেন স্থায়ী কর্মী
আমার কথা, দুর্গাপুর, ৪ মার্চ:
সপ্তাহও ঘোরেনি তার আগে ফের ইস্পাত কারখানায় দুর্ঘটনায় ঝলসে গেলেন এক কর্মী। তবে এবারের ঘটনাস্থল দুর্গাপুর ইস্পাত কারখানা নয়। সেইলেরই আরেকটি ইউনিট মিশ্র ইস্পাত কারখানা। রবিবার রাত ১০টা ১৫ নাগাদ এই কারখানার এস.এম.এস বিভাগে কাজ করার সময় ল্যাডেল থেকে গলিত লোহা ছিটকে পড়ে ঋষিরাজ দাস নামে এক স্থায়ী কর্মীর গায়ে। ঝলসে যান ওই কর্মী। তড়িঘড়ি ওই কর্মীকে উদ্ধার করে বিধাননগরে একটি বেসরকারী হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। ঘটনায় বেশ ক্ষোভ ছড়িয়ে পড়ে শ্রমিক মহলে।
তাদের অভিযোগ, দুর্গাপুর ইস্পাত কারখানা ও মিশ্র ইস্পাত কারখানা দুটিই অনেক পুরোনো। এই কারখানায় ব্যবহৃত যন্ত্রপাতিও অনেক পুরোনো হয়ে গেছে যেগুলির বদলের বা আধুনিকীকরণের প্রয়োজন হয়ে পড়েছে। এদিকে, মিশ্র ইস্পাত কারখানায় এই দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে জখম কর্মীকে দেখতে যান, তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, যান সিটু অনুমোদিত হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের(ডিএসপি, এএসপি উভয়েরই) সভাপতি বিশ্বরূপ ব্যানার্জি। তারা হাসপাতালে চিকিৎসকদের সাথে কথা বলেন।
প্রসঙ্গত: গত বৃহস্পতিবার দুর্গাপুর ইস্পাত কারখানার এস এম এস বিভাগে গলিত লোহায় পুড়ে যান এক আধিকারিক সহ পাঁচ জন। তবে এদিনের ঘটনা শুধু নয়, দুর্গাপুর ইস্পাত কারখানায় দুর্ঘটনা যেন নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো মিশ্র ইস্পাত কারখানা।