খনিগর্ভে দুর্ঘটনায় জখম ৩, কোলিয়ারিতে নেই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা, ক্ষোভ
আমার কথা, অন্ডাল, ১৯ অক্টোবর:
খাদের নিচে চাল চাপা পড়ে মারাত্মক জখম হলেন তিনজন শ্রমিক। ইসিএল এর কেন্দা এরিয়ার বহুলা রিয়েল জামবাদ কোলিয়ারির ঘটনা। ঘটনা ঘিরে উত্তেজনা ছড়িয়েছে খনি চত্বরে।
বৃহস্পতিবার বেলা দশটা, সাড়ে দশটা নাগাদ ইসিএলের কেন্দা এরিয়ার বহুলা রিয়েল জামবাদ কোলিয়ারিতে ঘটে বড়সড় দুর্ঘটনা। খনির নিচে কয়লার চাল ভেঙ্গে পড়ে হুড়মুড়িয়ে। কয়লার নিচে চাপা পড়ে যায় সারদা মাহান্তি, আশুতোষ মাঝি, মনোজ ভূঁইয়া নামে তিন জন খনি শ্রমিক। প্রায় বারোটা নাগাদ আহত শ্রমিকদের উদ্ধার করে খনির উপর তুলে আনা হয়। চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ইসিএলের ছোড়া রিজওন্যাল হাসপাতালে। আহতদের মধ্যে মাইনিং সর্দার সারদা মাহান্তির অবস্থা আশঙ্কাজনক বলে সহকর্মীরা জানান। আঘাত গুরুতর হওয়ার কারণে তিনজন শ্রমিককেই ইসিএলের হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তে খনি চত্বরে ভিড় জমান অন্যান্য শ্রমিক ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা। তুমুল বিক্ষোভের কারণে তৈরি হয় উত্তেজনা। সংশ্লিষ্ট কোলিয়ারির কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন শ্রমিক ও শ্রমিক সংগঠনের নেতারা।
শ্রমিক সংগঠন বিএমএস এস,কে পান্ডে, মানবেন্দু চ্যাটার্জি (সিটু) অখিলেশ সিং (এআইটিইউসি) রা বলেন গোটা দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের। সাত, আট দিন ধরে খনির নীচে কয়লার চাল বেহাল অবস্থায় ছিল। ব্যাপারটি জানা সত্বেও কর্তৃপক্ষ আগাম কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের। তারা আরও বলেন কোলিয়ারিতে প্রাথমিক চিকিৎসার কোন ব্যবস্থা নেই। অ্যাম্বুলেন্স, স্ট্রেচার ব্যবস্থা না থাকাই আহত শ্রমিকদের হাসপাতালে পাঠাতে দেরি হয়েছে। দুর্ঘটনার তদন্ত, দোষী আধিকারিকদের শাস্তির দাবিতে একযোগ সোচ্চার হয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা।