লরির চাকায় পিষে মৃত্যু বাইক আরোহীর, জখম আরো ২
আমার কথা, কাঁকসা, ১০ অক্টোবর:
কাঁকসার ১১মাইলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হলো এক বাইক আরোহীর।
গুরুতর আহত আরো দুজন।
দুর্ঘটনাটি ঘটে মঙ্গলবার সকাল সাড়ে ১১ টা নাগাদ পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার ১১ মাইলের কাছে।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ ও কাঁকসা ট্রাফিক গার্ডের পুলিশ। তারা পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং আহত দুই বাইক আরোহী কে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে একটি পাথর বোঝাই লরি বীরভূম থেকে পানাগড় আসার পথে উল্টো দিক থেকে আসা বাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় এক বাইক আরোহীর।
গুরুতর আহত আরো দুইজন।
দুর্ঘটনার জেরে পানাগড় মোড়গ্রাম রাজ্য সড়কে ব্যাহত হয় যান চলাচল।
ঘটনাস্থলে পৌঁছেছে কাঁকসা থানার বিশাল পুলিশ বাহিনী।