অন্ডালে ডাম্পারের ধাক্কায় মৃত্যু ইসিএল কর্মীর, উত্তেজনা
admin
November 21, 2023
আমার কথা, অন্ডাল, ২১ নভেম্বর:
ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে অন্ডাল মোড় লাগোয়া সার্ভিস রোডের উপর। মৃতের নাম গঙ্গা রায়(৪০)। ওই ব্যাক্তি ইসএলে কর্মরত ছিলেন। অন্ডালের ভাদুর গ্রামে বসবাস করতেন ওই ব্যাক্তি
জানা গিয়েছে, আজ দুপুর দুটো নাগাদ, বাড়ি ফেরার সময় অন্ডাল মোড়ে সার্ভিস রোড ধরেন। সেই সময় একটি ডাম্পার তাকে সজোরে ধাক্কা মারলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ইসিএল কর্মীর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় অন্ডাল থানার পুলিশ ও অন্ডাল ট্রাফিক গার্ডের পুলিশ।