লরির সাথে মুখোমুখি সংঘর্ষ, মৃত্যু বাইক আরোহীর
আমার কথা, কাঁকসা, ২৮ নভেম্বর:
লরির সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক বাইক আরোহীর। মৃতের নাম শুভজিত সাহা। তার বাড়ি কাঁকসার বসুধায়।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে কাঁকসার ১১মাইলে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে।
জানা গিয়েছে কাঁকসার ১১ মাইল বাসস্ট্যান্ডে একটি দক্ষিনবঙ্গ রাষ্ট্রীয় সংস্থার বাস আচমকা দাঁড়িয়ে পরে। বাসের পিছনেই বাইক নিয়ে যাচ্ছিলেন শুভজিৎ সাহা। বাসটি দাঁড়িয়ে যাওয়ায় তিনি বাসের ডান দিক দিয়ে অতিক্রম করে এগিয়ে যেতে গেলে উল্টো দিক থেকে আসা একটি লরির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পর পালিয়ে যায় লরিটি। খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় বাইক আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে। হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।
দুর্ঘটনার জেরে পানাগড় মোড় গ্রাম রাজ্য সড়কে যানজটের সৃষ্টি হয়। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইকটিকে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।