বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু ডিএসপি কর্মীর, পুলিশকে ঘিরে পথ অবরোধ
আমার কথা, দুর্গাপুর, ১৯ ফেব্রুয়ারীঃ
ডিউটি সেড়ে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুর্গাপুর ইস্পাত কারখানার এক কর্মীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে লিংক রোডে। মৃতের নাম সঞ্জয় চক্রবর্তী(৫২)। ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার লোকজন।
দুর্গাপুর ইস্পাত নগরীর এ-জোনের রানাপ্রতাপ রোডের বাসিন্দা সঞ্জয় চক্রবর্তী দুর্গাপুর ইস্পাত কারখানার প্ল্যান্ট গ্যারেজে কাজ করতেন। সোমবার তাঁর মর্নিং সিফট ডিউটি ছিল। দুপুরে ডিউটি থেকে স্কুটিতে করে তিনি যখন বাড়ি ফিরছিলেন সেই সময় একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে দ্রুত গতিতে এসে সঞ্জয়বাবুকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সঞ্জয়বাবু। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে এলাকাসবাসীরা উদ্ধার করে দুর্গাপুর ইস্পাত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে পরীক্ষা করে মৃত বলে জানান।
এদিকে সঞ্জয়বাবুর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছোয় কারখানার শ্রমিক সংগঠন সহ সঞ্জয়বাবুর সহকর্মীরা। এলাকাবাসী সহ তাঁরা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কারখানার শ্রমিক সংগঠনের পক্ষ হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম সম্পাদক প্রতাপ চক্রবর্তী বলেন, লিংক রোড দুর্গাপুর ইস্পাত কারখানায় যাতায়াতের জন্য কারখানার কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। সিফটের শুরু কংবা সিফটের শেষে এই রাস্তায় প্রচুর ভিড় থাকে। কিন্তু তাদের কোনো নিরাপত্তা নেই, আর এর জন্য মূল দায়ী পুলিশ প্রশাসন। আমরা এর প্রতিবাদ জানাতে সাথে ইস্পাত কর্মীদের নিরাপত্তার দাবিতে পথ অবরোধ করি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছোয় দুর্গাপুর থানার বিশাল পুলিশবাহিনী। ঘাতক ট্রাক্টরটিকে আটক করে পুলিশ।
রজত দিক্ষিত জানান, পুলিশের যে চেক পোস্টটি ছিল সেই চেক পোস্টটি বন্ধ করে দেওয়া হল, কারন এটি অবৈধ। এই চেক পোস্টটি থেকে কয়েকজন সিভিক ভলান্টিয়ার্স যান নিয়ন্ত্রণের দায়িত্বে থাকে। অথচ এই রাস্তাটি দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মীদের যাতায়াতের জন্য ভাড়ি যান চলাচলে নো এন্ট্রি করে রাখা হয় আর এটিই নিয়ম তারপরেও এই রাস্তায় ওই ট্রাক্টরটি ঢুকল কি করে? কারন ওই চেক পোস্ট দেখা শোনার দায়িত্বে যে সিভিক পুলিশরা রয়েছে তারা টাকার বিনিময়ে নো এন্ট্রির সময় ভারী গাড়ি ঢুকিয়ে দেয়।