করোনা বিধি মেনে কাঁকসায় শুরু হল বয়স্কদের ভোট গ্রহণ পর্ব
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১৩এপ্রিলঃ
করোনার সমস্ত রকমের বিধি মেনে নির্বাচন কমিশনের নির্দেশে বয়স্ক ব্যক্তিদের ভোটগ্ৰহণ শুরু হল কাঁকসা ব্লকে। মঙ্গলবার সকাল থেকেই নির্বাচন কমিশনের দায়িত্ব প্রাপ্ত আধিকারিকরা কাঁকসার মাধবমাঠ , সিংপাড়া সহ বিভিন্ন এলাকায় হাজির হন। পুলিশ আধিকারিক , কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে ভোটকর্মীরা পৌঁছে যান এলাকায়। ৮০ বছরের উপর বয়স্ক যে ভোটাররা আছেন তাদের জন্য বাড়িতেই অস্থায়ী ভোটকক্ষ তৈরী করে করোনা বিধি মেনে ভোটগ্ৰহণ করা হল। সকল ভোটার যাতে ঠিক মতো ভোটদান করতে পারেন তার জন্য এই বিশেষ উদ্যোগ। পোষ্টাল ব্যালটের মাধ্যমে ভোটগ্ৰহণ করা হল নিরাপত্তা বজায় রেখে। ভোটগ্রহনের সমস্ত প্রক্রিয়ার ভিডিও গ্ৰাফিও করা হয় কমিশনের পক্ষ থেকে। স্বাভাবিক ভাবেই বাড়িতে বসে ভোট দিতে পারায় খুশি বয়স্ক ভোটাররাও।