দুর্গাপুরে অনলাইলে লক্ষাধিক টাকার প্রতারণা, ঝাড়খন্ড থেকে গ্রেফতার অভিযুক্ত
আমার কথা, আসানসোল, ২০ মার্চঃ
সাইবার অপরাধে যুক্ত থাকার অভিযোগে এক ব্যাক্তিকে গ্রেফতার করলো দুর্গাপুরের নিউটাউনশিপ থানার পুলিশ। ধৃত গোপী কুমার শর্মা নামে ওই ব্যাক্তিক্র বিরুদ্ধে অনলাইনে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। ভিন রাজ্য থেকে পুলিশ তাঁকে সোমবার রাতে গ্রেফত্রা করে।
পুলিশ সুত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের এক মহিলার ব্যাংক অ্যাকাউন্ট থেকে অনলাইনের মাধ্যমে লক্ষাধিক টাকা খোয়া যাওয়ার অভিযোগ দায়ের হয় নিউটাউনশিপ থানায়। ২০২৩ সালের ১০ই আগস্ট ওই মহিলা অভিযোগ জানান। এরপর পুলিশ তদন্তে নেমে ঝাড়খণ্ডের ধানবাদ থেকে গীওপূ কুমার শর্মাকে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক চারদিনের পুলিশী হেফাজতের নির্দেশ দেন।
প্রসঙ্গতঃ গত কয়েক বছর ধরে সাইবার প্রতারক চক্র বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে গ্রাহকদের লাখ লাখ টাকা প্রতারণা করে আসছে।