স্বাস্থ্যসাথী কার্ডে টাকা নেই অজুহাতে রোগী আটকে পরিজনদের মারধরের অভিযোগ দুর্গাপুরে নার্সিংহোমের বিরুদ্ধে

আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১জুলাইঃ
কাঁকসার রাজবাঁধে একটি বেসরকারী নার্সিংহোমে রোগীর পরিবারকে মারধরের অভিযোগ উঠল নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে রাজবাঁধ বাসষ্ট্যান্ড এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। রোগীর পরিবারের অভিযোগ স্বাস্থ্য সাথীর কার্ডে রিতা চৌধুরী নামের এক রুগীকে ভর্তি করা হয় রাজবাঁধে বেসরকারি নার্সিং হোমে। কিন্তু অবস্থার অবনতি হওয়ার কারণে তাকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করার কথা বলা হয়।
কিন্তু স্বাস্থ্য সাথী কার্ডে কোন টাকা নেই এই অজুহাত দিয়ে রোগীকে আটকে রাখা হয় বলে অভিযোগ রোগীর পরিবারের। রোগীর পরিবারের সদস্যরা রোগীকে বর্ধমান মেডিকেল কলেজে স্থানান্তর করার জন্য জোর করলে নার্সিংহোম কর্তৃপক্ষ দলবল নিয়ে রোগীর পরিবারের ওপর চড়াও হয় বলে অভিযোগ। ঘটনায় ৭ জন আহত হয়েছে বলে জানিয়েছে রোগীর পরিবার।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
যদিও হাসপাতাল কর্তৃপক্ষ স্বরূপ কুমার খাঁ জানিয়েছেন রোগীকে ছাড়তে শুধু দু ঘন্টা সময় দেরি হয়েছে। এই কারণে রোগীর পরিবারের সদস্যরাই নার্সিংহোমে চড়াও হয়।
তবে কাঁকসা থানার পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে। প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন নার্সিংহোম কর্তৃপক্ষ।