দুর্গাপুরে জেল পালানো খুনের আসামী এখনও অধরা, আতঙ্কে মৃতের পরিবার
আমার কথা, পশ্চিম বর্ধমান(পান্ডবেশ্বর), ২৬ জুলাইঃ
২০২১ সালের ১১ই আগস্ট ঘরের কাছাকাছি খুন হন পাণ্ডবেশ্বর এর পন্থনগরের বাসিন্দা দিলীপ তুরি নামে এক ব্যক্তি। খুনের পরে তদন্ত শুরু করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত এক ব্যক্তিকে ঝাড়খণ্ডের জামতাড়া এলাকার বাসিন্দা নেপাল মিদ্যা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। আদালতের নির্দেশে অভিযুক্তের জেল হেফাজত হয়। অভিযুক্ত নেপাল মিদ্যা খুনের অপরাধে দুর্গাপুরের ফুলঝোড় উপ সংশোধনাগারে জেল হেফাজতে ছিল।
এরই মধ্যে নাটকীয়ভাবে রবিবার দুপুর তিনটে নাগাদ নেপাল মিদ্যা সহ তিন বন্দী সংশোধনাগারের পাঁচিল টপকে পালিয়ে যায়। বিকেল চারটে নাগাদ ঘটনাটি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায় সংশোধনাগারে৷ ডিআইজি কারা সহ অনান্য পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেন। সোমবার এক পলাতক বন্দী ধরা পড়লেও নেপাল সহ অন্য আরও একজন এখনো অধরাই রয়েছে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই আতঙ্কে রাত্রের ঘুম উড়েছে পাণ্ডবেশ্বরের খুন হওয়া দিলীপ তুরির পরিবারের। মঙ্গলবার মৃত দিলীপ তুরীর বৌদি পিঙ্কি তুরী বলেন, “আসামি যখন জেলের এত নিরাপত্তা ভেঙে পালাতে পারে, তাহলে যে কোন সময় এসে প্রতিহিংসা বসত আমাদের ওপর আবার আক্রমণ করতে পারে। আর সেই আতঙ্কেই রাত্রে ঘুম হচ্ছে না আমাদের। এমনকি ছেলেমেয়েদের স্কুলে পাঠাতেও ভয় লাগছে”। পিঙ্কি দেবী আরোও বলেন, যেভাবেই হোক পুলিশ পলাতক ওই আসামীকে ধরে ফাঁসির ব্যবস্থা করুক নইলে আমাদের নিরাপত্তার ব্যবস্থা করুক প্রশাসন।