দুর্গাপুরে বিজ্ঞাপনের অবৈধ হোর্ডিং ভাঙার অভিযানে নামলো এডিডিএ
আমার কথা, দুর্গাপুর, ২০ ডিসেম্বরঃ
এক সময় গ্রিন সিটির লক্ষ্য নেওয়া শহর মুখ ঢেকেছে বড় বড় ঝাঁ চকচকে বিজ্ঞাপনের হোর্ডিংয়ে, আর সেই সব হোর্ডিং এর মধ্যে যেগুলি অবৈধ সেগুলিকে চিহ্নিত করা হল আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের পক্ষ থেকে। তাই শহর দুর্গাপুরকে পরিষ্কার পরিচ্ছন করতে এবার বড় পদক্ষেপ নিলো এই স্বশাসিত এই সংস্থা।
অবৈধ দখলদার উচ্ছেদের পর এবার শুক্রবার আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের পক্ষ থেকে অবৈধ হোর্ডিং উচ্ছেদে নামলো। দুর্গাপুর শহর জুড়ে বিজ্ঞাপনের হোডিং এ রমরমা। এরই মধ্যে অধিকাংশ জায়গায় জায়গা পেয়েছে অবৈধ হোডিং।এবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ তরফ থেকে দুর্গাপুর শহর জুড়ে গজিয়ে ওঠা অবৈধ হোডিং ভাঙলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। দুর্গাপুরের সিটি সেন্টার, ডিভিসি মোড় সহ বেশ কিছু জায়গায় অবৈধ হোডিং উচ্ছেদ করলো আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ।
আগামীতেও এই সাফাই অভিযান চলবে বলে জানান আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের দায়িত্বপ্রাপ্ত টাউন প্লানার সৌরভ খাঁ। তিনি আরো জানান, যে সমস্ত বিজ্ঞাপনদাতাদের হোর্ডিং অবৈধ বলে ভাঙা হচ্ছে তাঁদের অনেকদিন ধরে এডিডিএ এর কাছে ভাড়া বাকি রয়েছে। তাই এগুলো ভেঙে দেওয়া হছে।