সি.এম.ই.আর.আই বস্তি এলাকায় উচ্ছেদ অভিযানে বাধার মুখে এডিডিএ আধিকারিকরা

আমার কথা, দুর্গাপুর, ১২ ফেব্রুয়ারীঃ
দেওয়া হয়েছিল উচ্ছেদ নোটিশ, কিন্তু তারপরেও ছাড়েনি দখল করে রাখা জায়গা। তাই বুধবার বিকেলে বুলডোজার চালিয়ে ঘর ভেঙে দিলো আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদ। প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বস্তিবাসীরা।
গত কয়েক মাস ধরে শহর দুর্গাপুরের বিভিন্ন এলাকায় জবরদখল করে রাখা জায়গাগুলি দখল মুক্ত করার অভিযানে নেমেছে এডিডিএ। সিটিসেন্টার সহ বেশ কিছু জায়গা ইতিমধ্যেই দখল মুক্ত করেছে এই সংস্থা। ২২নং ওয়ার্ডের অন্তর্গত সোনারতরী এলাকায় কয়েকদিন আগে এডিডিএ এর পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছিল যাতে তাঁরা দখল করে রাখা জায়গাগুলি ছেড়ে দেয়। কিন্তু সেই নোটিশে কাজ না হওয়ায় এদিন বিকেলে সংস্থার পক্ষ থেকে একটি দল বুলডোজার নয়ে এসে ঘরগুলি ভাঙতে শুরু করে। রুখে দাঁড়ান বস্তিবাসীরা। বচসা বাধে এডিডিএ আধিকারিকদের সাথে। পড়ে পিছু হটেন তাঁরা। উচ্ছেদ অভিযান মাঝ পথেই বন্ধ হয়ে যায়।
ওই বস্তিতে বসবাসকারী চূর্নি ভুঁইয়া, লক্ষ্মী মন্ডলদের অভিযোগ, এডিডিএ থেকে আমাদের নোটিশ দিয়েছিল ঠিক কথাই। কিন্তু আজ আচমকাই তাঁরা আমাদের ঘর ভাঙতে শুরু করে। আমরা ১৫টি পরিবার এখানে বাস করি। ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ছিল, যা তাঁরা গুঁড়িয়ে দিয়েছে। খাবার দাবার সমস্ত নশট করে দিয়েছে। ঘরের মধ্যে যদি বাচ্চা থাকতো তাহলে বড় বিপদ হতে পারতো। আমরা পরিচারিকার কাজ করি। ঘরে ছিলাম না আমরা। সেই সুযোগে তাঁরা এসে ঘরবাড়ি ভেঙে দিলো।
এদিকে ঘটনার উত্তেজনা এতটাই বেড়ে যায় যে বস্তিবাসীরা প্রতিবাদে সত্যজিৎ রায় সরণি অবরোধ করে। ঘটনার জেরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিটিসেন্টার ফাঁড়ির পুলিশ। অবরোধকারীদের বুঝিয়ে অবরোধ সরিয়ে দেয়।