শহর দুর্গাপুরকে দখল মুক্ত করতে পথে নামলো এডিডিএ
আমার কথা, দুর্গাপুর, ৬ জুলাই:
জবরদখল উচ্ছেদ অভিযান শুরু হল শহর দুর্গাপুরে। শনিবার সিটিসেন্টারে গান্ধী মোড় সংলগ্ন একটি বেসরকারী হাসপাতালের আশপাশ এলাকাগুলি এডিডিএ থেকে দখলমুক্ত করা হল।
প্রসঙ্গত: জুন মাসের ১৯ তারিখে আসানসোল দুর্গাপুর উন্নয়ণ পর্ষদের চেয়ারম্যান পদের দায়িত্বভার গ্রহণ করেছেন দুর্গাপুরের বিশিষ্ট উদ্যোগপতি কবি দত্ত। প্রথম দিনই তিনি সাফ জানিয়ে দেন শহরে এডিডিএ এর কোনো জমির উপর দখলদারি মেনে নেওয়া হবে না। শহরকে দখলমুক্ত করতে সাথে সৌন্দর্যায়নের লক্ষ্য নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দেওয়া হয়েছে এডিডিএ এর পক্ষ থেকে। যদিও এতদিন বিভিন্ন জায়গায় দখলদারি সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। আর সেই নোটিশ পেয়ে অনেকেই নিজের থেকেই সেই জায়গা মুক্ত করে দিয়েছে। কিন্তু আজ প্রথম বুলডোজার নিয়ে দখলমুক্ত করতে পথে নামলো এডিডিএ কর্তৃপক্ষ। এদিন ওই হাসপাতালের সামনের সমস্ত অস্থায়ী দোকানগুলি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এই ঘটনার জেরে মাথায় হাত ওই দোকানদারদের। তাদের কারোর কারোর বক্তব্য, এই দোকানের উপরেই নির্ভরশীল তাদের গোটা পরিবার। এখন তারা অথৈ জলে পড়ে গেলেন।
নবান্নে বৈঠক করে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়ে ছিলেন রাজ্যে যে সব সরকারী জমি দখল হয়ে গেছে সেগুলিকে দখলদারদের কাছ থেকে মুক্ত করতে হবে। তাঁর এই নির্দেশের পরেই পথে নেমেছে প্রশাসন। ব্যাতিক্রম নয় দুর্গাপুরও।