দুর্গাপুর স্টেশনগামী যানবাহন চলাচলের সুবিধার্থে এডিডিএ এর নয়া উদ্যোগ
আমার কথা, দুর্গাপুর, ৮ নভেম্বর:
দুর্গাপুর ও কাঁকসাতে দুটি রাস্তা নির্মাণ কাজের সূচনা হল। গান্ধী মোড় থেকে ফিলিপস কার্বন কারখানা পর্যন্ত রাস্তাটি হবে ফোর লেনের। অন্যদিকে কাঁকসার বামুনাড়া শিল্প তালুকে তৈরি হবে আরও একটি রাস্তা।
দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন গান্ধী মোড় থেকে ফিলিপ্স কার্বন কারখানার রোটারি পর্যন্ত ফোর লেন রাস্তার শিলান্যাস হলো শুক্রবার। এই রাস্তার গান্ধী মোড় সংলগ্ন সিটি সেন্টার থেকে ডিভিসি হয়ে স্টেশন এর দিকে যাওয়ার রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ ও ব্যস্ত রাস্তা হিসেবে পরিচিত। যানবাহনের চাপ ও পরিবহন স্বাচ্ছন্দের জন্য এটি ফোর লেন করার প্রয়োজন ছিল। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে সেই কাজ অবশেষে শুরু হল। রাস্তাটি সম্পূর্ণ করতে আনুমানিক ৬০ থেকে ৭০ কোটি টাকা খরচ হবে। চার লেনের পাশাপাশি রাস্তার মাঝে থাকবে কিয়ঙ্ক, সারিবদ্ধ গাছ এবং হেঁটে চলাচলের জন্য আলাদা লেন। এদিন রাস্তাটির কাজের সূচনা করেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, উপস্থিত ছিলেন মহাকুমা শাসক সৌরভ চক্রবর্তী, এডিডিএ এর চেয়ারম্যান কবি দত্ত, এডিডিএ এর সিইও রাজু মিশ্রা, এসবিএসটিসির চেয়ারম্যান সুভাষ মন্ডল, পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যরা।
অন্যদিকে এদিন কাঁকসা ব্লকের বামুননাড়া শিল্পতালুকেও একটি রাস্তা নির্মাণের কাজের সূচনা করেন মন্ত্রী। তিন কিলোমিটার দীর্ঘ এই রাস্তাটি নির্মাণের করা হচ্ছে এডিডিএ এর আর্থিক অনুদানে। শিল্প তালুকে রয়েছে একাধিক ছোট বড় শিল্প কলকারখানা। সেই জন্য এই রাস্তা দিয়ে ভারী যানবাহন চলাচল করে। যার ফলে রাস্তার ক্ষতি হয়। থাকে দুর্ঘটনার আশঙ্কা। যানবাহন চলাচলের সুবিধার জন্যই নতুন রাস্তা নির্মাণের উদ্যোগ বলে জানান মন্ত্রী।