স্কুলে ভর্তি হতে লাগবে অতিরিক্ত টাকা, প্রতিবাদে বিক্ষোভ অভিভাবকদের
আমার কথা, কাঁকসা, ২ জানুয়ারীঃ
বিদ্যালয়ে ভর্তি হতে গেলে লাগবে অতিরিক্ত টাকা, যা দিতে নারাজ বিদ্যালয়ের অবিভাবকরা।তাই অতিরিক্ত টাকা মকুবের দাবি নিয়ে পানাগড় বাজার হিন্দি হাই স্কুলে ডেপুটেশন দিলেন এলাকার প্রাক্তন ছাত্ররা ও অভিভাবকরা।
ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রমন শর্মার অভিযোগ,ভর্তির নামে যে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে তা কি কারণে নেওয়া হচ্ছে এবং কোন একাউন্টে ঢুকছে সেই বিষয়ে জানতে চাওয়া হয়েছে।এলাকার গরিব মানুষ অতিরিক্ত পরিমানে টাকা দেওয়ার সামর্থ নেই তাই সেই টাকা মকুব করার দাবি জানানো হয়েছে।যদিও এই বিষয়ে
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার পান্ডা জানিয়েছেন,বেশ কিছু দাবি নিয়ে অবিভাবিকরা লিখিত ভাবে জানিয়েছেন।তাদের দাবি উর্ধতন কর্তৃপক্ষ ও পরিচালন সমিতির সামনে রাখা হবে।তিনি জানিয়েছেন অতিরিক্ত পরিমানে যে টাকা নেওয়া হচ্ছে তা পরিচালন সমিতির নির্দেশেই নেওয়া হয়।সমস্ত টাকা বিদ্যালয়ের উন্নয়নের জন্য খরচ হয়।