বাংলায় দুর্নীতি রুখতে চাই উত্তরপ্রদেশ মডেল: যোগী আদিত্যনাথ
আমার কথা, অন্ডাল, ৩০ এপ্রিল:
বাংলায় চলছে দুর্নীতিবাজের সরকার। দাঙ্গাকারীরা এখানে বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় । এদের শায়েস্তা করতে বাংলায় চাই ইউ,পি (উত্তর প্রদেশ) মডেল, মঙ্গলবার অন্ডালের খান্দরাতে নির্বাচনী জনসভায় এ কথা বলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।
আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে মঙ্গলবার বিজেপি দলের পক্ষ থেকে অন্ডালের খান্দরা স্টেট ব্যাংকের পেছনের মাঠে নির্বাচনী জনসভা করা হয় । প্রার্থী সুরেন্দ্র সিং অলুওয়ালিয়া, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, জিতেন্দ্র তেওয়ারি, ছোটন চক্রবর্তীরা ছাড়াও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ । এদিন মুর্শিদাবাদের শক্তিপুর ও বীরভূমের সিউড়িতে দলের জনসভা সেরে বিকেল চারটে নাগাদ যোগী আদিত্যনাথ পৌঁছান খান্দরাতে প্রার্থী সুরেন্দ্র সিং আলুওয়ালিয়ার সমর্থনে হাওয়া জনসভা মঞ্চে । কুড়ি মিনিটের বক্তৃতাতে তিনি পশ্চিমবাংলার তৃণমূল সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে সমালোচনায় সরব হন । বলেন দিদির সরকারের কারণে বাংলা ক্রমশ সবদিক থেকে পিছিয়ে পড়েছে । বাংলার দুর্দশা দেখে আজ গোটা দেশের মানুষ চিন্তিত । বলেন বাংলায় শিল্প নেই, চাকরি নেই, মহিলাদের নিরাপত্তা নেই । পশ্চিম বাংলায় দুর্গাপুজো, রামনবমীর শোভাযাত্রাতে প্রশাসন বাধা দেয় । দাঙ্গাকারীরা শোভাযাত্রাতে পাথর ছুঁড়ে হামলা চালাই । এখানকার মানুষকে “জয় শ্রীরাম” বলতে দেওয়া হয় না । কেউ যদি তা বলে তাহলে তাকে গুলি করা হয়, মিথ্যা মামলায় ফাঁসানো হয় । বলেন মমতা দিদির সরকার দুর্নীতিগ্রস্ত, দাঙ্গাকারীদের প্রশ্রয় সুরক্ষা দেয় ।
যোগী আদিত্যনাথ বাংলার দুর্দশার পাশাপাশি উত্তরপ্রদেশের উন্নতির কথা তুলে ধরেন । বলেন ৬৫ বছরে কংগ্রেস দেশের জন্য আর ১৫ বছরে মমতা দিদির সরকার পশ্চিমবাংলায় যা করেছে ১০ বছরে ইউ,পিতে তার বহুগুণ উন্নয়ন হয়েছে । উত্তরপ্রদেশে ৫৭ লক্ষ মানুষ ঘর পেয়েছে । পানীয় জল পেয়েছে । উত্তরপ্রদেশের রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে । গোটা দেশের মানুষ এখন উন্নয়ন দেখতে উত্তর প্রদেশ যান । এটা সম্ভব হয়েছে সুশাসনের জন্য । বলেন উত্তরপ্রদেশের মানুষ এখন নিশ্চিন্তে থাকতে পারে । আর বাহুবলী, দাঙ্গাকারী, দুর্নীতিগ্রস্তরা মাথা নিচু করে রাস্তায় হাঁটে । কেউ নিয়ম ভাঙ্গলে প্রশাসন তাদের উল্টো করে ঝুলিয়ে রাখে । বাহুবলী, দাঙ্গা কারীদের সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই সম্পত্তি গরিব মানুষদের বিলিয়ে দেওয়া হয় । একইভাবে উন্নয়ন, সুশাসন, সোনার বাংলা গড়তে পশ্চিম বাংলাতেও ইউ,পি মডেল প্রয়োজন বলে সাওয়াল করেন যোগী আদিত্যনাথ । এর জন্য বাংলাতে দরকার বিজেপির সরকার । বাংলার মানুষ এবার সেটাই চাইছে বলে দাবি করেন তিনি । পাশাপাশি তিনি আসানসোলের উন্নয়নের জন্য প্রার্থী সুরেন্দ্র সিংহ আলুওয়ালিয়া কে ভোট দেওয়ার আবেদন জানান ।