আদিবাসীদের বিক্ষোভে উত্তেজনা লাউদোহা থানায়, নামে কমব্যাট ফোর্স
আমার কথা, লাউদোহা, ২৭ ডিসেম্বর:
নাবালক সহ ৫ যুবককে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়ার দাবিতে থানায় বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। ঘটনায় উত্তেজনা ছড়ায় থানা চত্বরে। নামানো হয় কম কমব্যাট ফোর্স। দুর্গাপুর ফরিদপুর থানার ঘটনা।
বৃহস্পতিবার ভোর বেলায় দুর্গাপুর ফরিদপুর থানার নবঘনপুর আদিবাসী পাড়ার এক নাবালক সহ ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে দায়ের করা হয় কয়লা চুরির মামলা। গতকাল তাদের দুর্গাপুর মহাকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের জামিনে মুক্তি দেন। নাবালক সহ পাঁচজনকে গ্রেপ্তারের ঘটনায় চরম ক্ষোভ তৈরি হয়, আদিবাসী সম্প্রদায়ের মধ্যে। শুক্রবার সকাল ১০ টা নাগাদ প্রচুর সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষজন তির ধনুক হাতে থানা চত্বরে ভিড় জমান। থানা ঘেরাও করে শুরু হয় তুমুল বিক্ষোভ। আদিবাসী সম্প্রদায়ের মানুষজন ছাড়াও বিক্ষোভে যোগ দেন স্থানীয় বাসিন্দারাও। বিক্ষোভকারি ফুলমণি সরেন, স্বাধীন রুইদাসদের অভিযোগ ঘরে শৌচাগার নেই, তাই প্রাকৃতিক কারণে তারা পুকুর যান, সেখান থেকেই ৫ জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বয়স ১৫ বছর, অন্যরাও সবাই পড়ুয়া। কয়লা চুড়ির মিথ্যা মামলায় তাদের ফাঁসিয়েছে পুলিশ । তাদের সবার সামনে রয়েছে উজ্জ্বল ভবিষ্যৎ, পুলিশ মিথ্যা মামলা দেওয়ায় ভবিষ্যতে তাদের সমস্যায় পড়তে হবে। সেই কারণে সবাইকে মিথ্যা মামলা থেকে নিঃস্বার্থ মুক্তি দেওয়ার দাবিতেই বিক্ষোভ বলে জানান তারা।
বিক্ষোভ ঘিরে থানা চত্বরে তৈরি হয় তুমুল উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে আশপাশের থানা থেকেও আধিকারিক সহ প্রচুর পুলিশ কর্মী দুর্গাপুর ফরিদপুর থানায় পৌঁছায়। নামানো হয় কমব্যাট ফোর্স। যদিও মিথ্যা মামলাই জড়ানোর অভিযোগ মানতে নারাজ পুলিশ। বেলা বারোটা নাগাদ শীর্ষ পুলিশ কর্তাদের মধ্যস্থতায় বিক্ষোভ ওঠে। তবে থানা চত্বর ছাড়ার আগে বিক্ষোভকারীরা জানিয়ে যান তিন দিনের মধ্যে মিথ্যা মামলা থেকে সবাইকে নিঃস্বার্থ মুক্তি দিতে হবে, তা না হলে ফের বিক্ষোভ হবে তিন দিন পর।