১৫৪ঘন্টা পর শেষ হল লকগেট মেরামতের কাজ, স্বস্তি শহরে
admin
November 5, 2020

আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৫নভেম্বরঃ
দীর্ঘ প্রতীক্ষার পর, প্রচুর পরিশ্রমের পর অবশেষে শেষ হল দুর্গাপুর ব্যারেজের ৩১নং লকগেট মেরামতের কাজ। এই কাজটি শেষ হতে সময় লাগল প্রায় ১৫৪ ঘন্টা। ওদিকে ইতিমধ্যেই পাঞ্চেত ও মাইথন থেকে জল ছাড়া হয়ে গেছে। এখন শুধু অপেক্ষা দুর্গাপুর ব্যারেজে এসে পৌঁছোনো। এরপর জলাধার থেকে ফিডার ক্যানেলে জল যাওয়া তারপর পরিশুদ্ধ করে সেই জল শহরবাসীর কাছে পৌঁছে দিতে যেটুকু সময় লাগবে, আর সেটুকু সময় শিল্পাঞ্চলবাসীকে ধৈর্য রাখার আবেদন জানিয়েছেন মেয়র দিলীপ অগস্তি।