দীর্ঘ প্রতীক্ষার পর রাত পেরোলেই খুলছে স্কুল, দুর্গাপুরে স্কুলগুলি করা হল জীবানুমুক্ত
আমার কথা, পশ্চিম বর্ধমান(কাঁকসা), ১১ফেব্রুয়ারীঃ
রাত পেরোলেই খুলতে চলেছে রাজ্যের সমস্ত স্কুল। রাজ্য সরকারের নির্দেশে শুক্রবার থেকে স্কুল খোলার জন্য বৃহস্পতিবার অধিকাংশ স্কুলেই চলে সাফাইয়ের কাজ ও জীবাণুনাশক স্প্রে করার কাজ।
বৃহস্পতিবার কাঁকসার গোপালপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও অশিক্ষক কর্মীরা উপস্থিত থেকে সাফাইয়ের কাজ করান। জানা গেছে আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের নিয়েই বিদ্যালয় চালু হবে। তবে করোনার জন্য সরকারের সমস্ত নিয়ম মেনেই স্কুলের পঠন পঠন চলবে।
বিদ্যালয়ের শিক্ষিকরা জানিয়েছেন দীর্ঘদিন পর ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ে উপস্থিত হবে।তাই ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও উৎসাহ রয়েছে। দীর্ঘদিন পর আবারও ছাত্রছাত্রীদের সামনাসামনি হবেন সকলে। এবার সামনাসামনি ছাত্রছাত্রীদের নিয়ে হবে পঠন পঠন।