দীর্ঘ প্রতীক্ষার পর স্বাস্থ্যবিধি মেনে খুলল স্কুল, খুশি পড়ুয়ারা
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ১২ফেব্রুয়ারীঃ
শিক্ষা দপ্তরের নির্দেশে শুক্রবার থেকে রাজ্যে খুললো সরকারি স্কুল। আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুলগুলিতে পঠন-পাঠন চলবে বলে শিক্ষা দপ্তর সূত্রে খবর । পঠন পাঠন এর পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে স্কুলগুলিকে। প্রায় নয় মাস বন্ধ থাকার পর স্কুল খোলায় স্বভাবতই খুশি ছাত্রছাত্রীরা।
এদিকে শুক্রবার বাম -কংগ্রেস রাজ্যে ১২ ঘন্টার বনধ ডাকে। রাস্তায় যানবাহন ছিল না বললেই চলে। প্রতিবন্ধকতা সত্ত্বেও প্রথম দিনেই স্কুলে কিন্তু দেখা যায় ছাত্র-ছাত্রীদের উপস্থিতি। দেখা যায় প্রতিটি স্কুলে স্কুল কর্মীরা মাস্ক, স্যানিটাইজার হাতে দাঁড়িয়ে রয়েছেন স্কুলগেটে। হাত স্যানিটাইজার ও মুখে মাক্স পড়ে তবেই স্কুলের ঢুকতে দেওয়া হচ্ছে ছাত্র-ছাত্রীদের। যারা মাস্ক পড়ে আসেনি স্কুলের তরফ থেকে তাদের দেওয়া হয় মাস্ক।
উখড়া কে বি ইনস্টিটিউশন স্কুলের প্রধান শিক্ষিকা সোমা দাসগুপ্ত জানান, শিক্ষক শিক্ষিকা ছাত্র-ছাত্রী সবাই যাতে স্বাস্থ্যবিধি মেনে চলে তার উপর বিশেষ জোর দেওয়া হয়েছে । প্রতিটি ক্লাসরুমে সর্বোচ্চ ৩০ জন ছাত্রছাত্রীর বসার ব্যবস্থা করা হয়েছে। ক্লাসরুমে একটি বেঞ্চের দুই প্রান্তে দুজন করে বসানো হয়। দূরত্ববিধি বজায় রাখার জন্য মাঝের একটি বেঞ্চ ফাঁকা রাখা হইয়্য।
উখরা কে বি ইনস্টিটিউশনের ছাত্র সুধাংশু ঘটক , উখড়া বালিকা বিদ্যামন্দির এর ছাত্রী প্রিয়াঙ্কা পালরা জানান দীর্ঘদিন পর স্কুল খোলায় তারা খুব খুশি। বাড়িতে থেকে বিরক্ত লাগছিল আবার স্কুলে আসবো, পড়াশোনার পাশাপাশি সহপাঠীদের সঙ্গে দেখা হবে এটা খুবই আনন্দের বলে জানায় তারা।