নির্বাচনের দিন ঘোষণা হতেই খনি অঞ্চলে দেওয়াল লিখন শুরু তৃণমূলের
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ২৭ফেব্রুয়ারীঃ
ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই অন্ডাল ব্লকে শুরু হয়ে গেল শাসকদলের দেওয়াল লিখন। রং তুলি নিয়ে দেওয়াল লিখতে নেমে পড়েছে দলীয় কর্মীরা। তৃনমূলের প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তাই আপাতত প্রার্থীর নাম ছাড়াই চলছে দেওয়াল লিখন।
শুক্রবার ঘোষণা হয়েছে রাজ্যে আসন্ন বিধানসভার নির্ঘণ্ট। এবারের ভোট হবে আট দফায়। ২৭শে মার্চ শুরু হবে ভোট গ্রহণ প্রক্রিয়া প্রথম দফায়। ২৮ শে এপ্রিল অষ্টম তথা শেষ দফার নির্বাচন হবে। পশ্চিম বর্ধমান জেলায় ভোট গ্রহণ হবে সপ্তম দফায় ২৬ এপ্রিল। শুক্রবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হতেই রং তুলি হাতে দেওয়াল লিখন শুরু করে দেয় শাসকদল তৃণমূলের কর্মীরা। অন্ডাল ব্লক এর অন্ডাল, শ্রীরামপুর, মদনপুর, দক্ষিণখন্ড,কাজোরায় ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই তৃণমূলের কর্মীরা দেওয়াল লিখনে নেমে পড়ে।
জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কাঞ্চন মিত্র জানান ব্লকের আটটি পঞ্চায়েত এলাকাতেই দেওয়াল লিখন শুরু হয়েছে। আগামী দু-তিন দিনের মধ্যে দেওয়াল লিখনে আরো গতি আসবে বলে জানান তিনি। এখনো প্রার্থীর নাম ঘোষণা হয়নি তাই আপাতত প্রার্থীর নামের জন্য জায়গা ছেড়ে দেওয়াল লিখনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রার্থীর নাম ঘোষণা হলে তখন ফাঁকা জায়গায় প্রার্থীর নাম লেখা হবে। দেওয়াল লিখনে সরকারের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলির যেমন তুলে ধরা হচ্ছে তেমনি ”বাংলা ঘরের মেয়েকে চায়” এই স্লোগানটিকে বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে বলে কাঞ্চন বাবু জানান।