চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরে দুর্গাপুর শ্রীঘরে ঠাঁই মহিলা সহ এক কিশোরের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১০নভেম্বরঃ
চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পরে শ্রীঘরে ঠাঁই হল এক কিশোর সহ এক মহিলার। ঘটনাটি দুর্গাপুরের ধান্ডাবাগ রবীন্দ্রপল্লী এলাকার।
ওই এলাকার নাসিন্দা অরিন্দম মুখার্জী যিনি পেশায় একজন দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী। তিনি জানান আজ অর্থাৎ মঙ্গলবার সকাল ৮টা নাগাদ যখন বাড়ির সকল সদস্য দোতলায় ছিলেন। সেই সময় কোনো কারনে তিনি যখন নিচে নামেন তখন দেখতে পান বছরম প্নেরো কি ষোলো হবে এক কিশোর বাড়ির ভেতর ধুকে একটি ব্যাগের ভেতর মোবাইল ফোন, মানু ব্যাগ, এটিএম কার্ড সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ভরে নিয়ে বেরিয়ে যাচ্ছে। তা দেখে তিনি তৎক্ষণাৎ ?ওই কিশোরকে হাতে নাতে ধরে ফেলে। এদিকে বাইরে তখন ওই কিশোরের সঙ্গী এক মহিলা কোলে একটি শিশুকে নিয়ে পাহারায় ছিল। কিশোরকে ধরে রেখে পুলিশকে খবর দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে এলাকার লোকজনও জড়ো হন। পাড়ার মহিলারা ওই কিশোরের সঙ্গী মহিলাকে উত্তম মধ্যম দিতে শুরু করে। সেই সময় খবর পেয়ে উপস্থিত হয় দুর্গাপুর থানার পুলিশ। ওই মহিলা সহ কিশোরকে আটক করে থানায় নিয়ে যায়।