পুজোর সামগ্রী কিনতে গিয়ে আর বাড়ি ফেরা হল না, দুর্গাপুরে দুর্ঘটনায় মৃত্যু বৃদ্ধের
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ৬ আগস্টঃ
বেপরোয়া বালির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক ব্যাক্তির। মৃতের নাম ননীগোপাল মন্ডল(৬৫)। ঘটনার জেরে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে ডিপিএলের অবসরপ্রাপ্ত কর্মী রবীন্দ্রপল্লী সি ব্লকের বাসিন্দা ননীগোপালবাবু আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে পুজোর জন্য সামগ্রী কিনে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় কোকওভেন থানার অন্তর্গত শ্যমাওপুর নডিহা রোডের উপর একটি বালি বোঝাই গাড়ি দ্রুতগতিতে এসে ধাক্কা মারে তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ননীগোপালবাবুর।
স্থানীয়দের অভিযোগ, শ্যমাওপুর নডিহা রোডের উপর দিয়ে এভাবেই প্রতিনিয়ত বেপরোয়া বালির গাড়ি যাতায়াত করে, যার দরুন প্রায়শই দুর্ঘটনা ঘটে ওই এলাকায়। এ বিষয়ে প্রশাসনের কোনো ভ্রুক্ষেপ নেই।
অপরদিকে, দুর্গাপুর নগর নিগমের ৪নং বোরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দোপাধ্যায়ের অভিযোগ যত দিন যাচ্ছে ওভারলোডেড বালি আর ছাইয়ের গাড়ি রাস্তা খারাপ করে দিচ্ছে যার দরুন ঘটছে এই দুর্ঘটনা। অবিলম্বে এই অবৈধ ওভারলোডেড গাড়ির বিরুদ্ধে প্রশাসনিক অভিযান শুরু করা দরকার। এ বিষয়ে তিনি জেলাশাসকের কাছেও আবেদন জানাবেন বলে জানিয়েছেন।