অবৈধ কয়লা কান্ডের তদন্তে সিবিআইয়ের পর এবার খনি অঞ্চলে সিআইডির দল
আমার কথা, পশ্চিম বর্ধমান(অন্ডাল), ৫ফেব্রুয়ারীঃ
কয়লার অবৈধ কারবার কাণ্ডে বেশ কিছুদিন আগেই তদন্ত শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইতিমধ্যে তারা একাধিক জায়গায় হানা দিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করেছে। ইসিএলের বেশকিছু আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে কয়েক জনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করেছেন সিবিআই আধিকারিকরা।
এবার সিবিআই-এর পাশাপাশি কয়লা কাণ্ডে সমান্তরাল তদন্ত শুরু করল সিআইডি। শুক্রবার সকালে সিআইডির ডিজি অনুরাগ ঠাকুর এর নেতৃত্বে একটি তদন্তকারী দল ইসিএলের কাজোড়া এরিয়া অফিসে হানা দেয়। সেখানে দীর্ঘক্ষণ তারা অফিসের একাধিক আধিকারিক ও কর্মীদের সাথে কথা বলেন। অন্য আরেকটি দল সেই সময় কাজোড়া এরিয়ার লছিপুর, হরিশপুর, তালডাঙ্গা,জেকেরোপওয়ে, বক্তারনগর প্রভৃতি এলাকাগুলিতে অবৈধ খাদানগুলি পরিদর্শন করেন।
সিআইডি ডিজি অনুরাগ ঠাকুর জানান সংস্থার অভিযোগের ভিত্তিতেই তারা অবৈধ কয়লা কারবারের বিষয়ে তদন্তের এসেছেন।