দুর্গাপুরে শিল্পপতির বাড়িতে এনআইএ এর পর এবার সিবিআই হানা
আমার কথা, পশ্চিম বর্ধমান(দুর্গাপুর), ১৬মার্চঃ
একুশের নির্বাচন যত এগিয়ে আসছে এই রাজ্যে সিবিআইয়ের আনাগোনা ততই বেড়ে চলেছে। বলতে গেলে প্রায় প্রতিদিনই আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে কয়লা পাচারের তদন্তে চলছে সিবিআই হানা। সেরকমই ফের আজ সিবিআই আধিকারিকদের হানা দিতে দেখা গেল দুর্গাপুরের এক বিশিষ্ট শিল্পপতি সোনু আগরওয়ালের বাড়িতে।
মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় কয়েকজন সদস্যের দল ভাগে ভাগে ওই শিল্পপতির দুর্গাপুরের বিধাননগরের ১/৬ আর্মস্ট্রং অ্যাভিন্যুয়ের বাড়ি সহ কাঁকসা ও বামুনাড়ার কয়েকটি কারখানায় তল্লাশি চালায় সিবিআই বলে জানা গিয়েছে।
প্রসঙ্গতঃ বছর দুয়েক আগে এই শিল্পপতির বাড়িতে এনআইএর সদস্যরা অভিযান চালিয়েছিল। এই শিল্পপতির বিরুদ্ধে নানা অস্বচ্ছতার অভিযোগ উঠেছে বারে বারে। সূত্রের খবর অবৈধ কয়লা কাণ্ডে নাম জড়িয়েছে এই শিল্পপতির। অভিযোগ উঠেছে আয়বহির্ভূত বিপুল সম্পত্তিরও। কয়লা পাচার কান্ডের মূল অভিযুক্ত লালার গোপন সাম্রাজ্যের সাথে এই শিল্পপতির কি সম্পর্ক তারই খোঁজ খবর পেতেই এই হানা বলে সুত্র মারফত জানা যাচ্ছে।