পানাগড় ছুঁয়ে বায়ুসেনার হেলিকপ্টারে বর্ধমানে জনসভায় প্রধানমন্তী
admin
April 12, 2021
আমার কথা, পশ্চিম বর্ধমান(পানাগড়), ১২এপ্রিলঃ
নির্বাচনী প্রচারে জনসভায় যোগ দেওয়ার জন্য রাজ্যে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার বায়ুসেনার বিশেষ বিমানে করে তিনি পানাগড় বায়ু সেনা ছাউনিতে নামেন। সেখান থেকে বায়ু সেনা ছাউনির হেলিকপ্টারে করে তিনি দুপুর সাড়ে এগারোটা নাগাদ বর্ধমানের উদ্দেশ্যে রওনা দেন। বর্ধমানের তালিতে একটি জনসভা করবেন তিনি। বর্ধমানে জনসভা শেষ করে আরো দুটি জনসভায় যোগ দেবেন বলে জানা গেছে।